মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বলিউড

‘আশীকি’র জন্য কত পারিশ্রমিক পেয়েছিলেন রাহুল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহেশ ভাটের ‘আশীকি’ সিনেমা দিয়ে অভিষেক হয় রাহুল রয়ের, এক ছবি দিয়েই রাতারাতি পরিচিতি পান তিনি। ১৯৯০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সুপারহিট হয়, ‘আশীকি’র গানগুলোও পায় ব্যাপক জনপ্রিয়তা। তিন দশকের বেশি সময় পর বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটি নিয়ে অনেক অজানা কথা বলেছেন রাহুল।

রাহুলের মা ছিলেন লেখিকা। অভিনেতা জানান, তাঁর মায়ের অনুরোধেই তাঁকে ছবিতে নেন মহেশ ভাট। 


ছবি: সংগৃহীত

প্রথমবার মহেশ ভাটের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা স্মরণ করে রাহুল বলিউড হাঙ্গামাকে বলেন, ‘তখন সিনেমা জগতের কাউকেই চিনতাম না। দেখা হওয়ার চার কি পাঁচ মিনিটের মধ্যেই তিনি (মহেশ ভাট) আমাকে বলেন ছবিটিতে আমি অভিনয় করছি।’ 

অভিনেতা জানান, ‘আশীকি’ মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়, নির্মাতারাও তাঁকে ছবিতে নেওয়ার জন্য উঠেপড়ে লাগেন। রাহুল বলেন, ওই সময়ে তিনি মাত্র ১১ দিনের মধ্যে ৪৭টি ছবিতে চুক্তিবদ্ধ হন।


ছবি: সংগৃহীত

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানান, ‘আশীকি’ সিনেমায় অভিনয়ের জন্য ৩০ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ‘আশীকি’কে অনেক অর্থেই ভারতীয় সিনেমার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়। সমালোচকেরা মনে করেন রোমান্স ও সংগীতের মিশেলে তৈরি অন্যতম সেরা হিন্দি সিনেমা এটি।

আরো পড়ুন: ‘আমরা প্রেম করছি’

গত কয়েক বছর আগে রাহুল অসুস্থতার কারণে খবরের শিরোনাম হন। ২০২০ সালে মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হন। তবে এখন পুরোপুরি সুস্থ রাহুল আবারও কাজে ফিরেছেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন