ছবি: সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। দিন কয়েক আগে স্যোশাল হ্যান্ডেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে ধরা দিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। অনুপম জানান, নতুন কোনো প্রকল্পে বিশ্বকবির বেশে ধরা দেবেন তিনি।
তবে এই ব্যাপারটি একেবারেই পছন্দ হয়নি টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। টুইটারে তিনি লেখেন, ‘কারো রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত না। ওই মানুষটিকে একা ছেড়ে দিন।’ স্বস্তিকার সঙ্গে কিন্তু একমত হন বাংলার মানুষেরা।
অনেকেই স্বস্তিকার টুইটের নিচে লেখেন, ‘সহমত’। আরেকজন লেখেন, ‘ভুলভাল কিছু একটা বানিয়ে রাখবে। না করলে আর শুনছে কে!’ যদিও একাংশের ধারণা, ‘গোটা বাংলার মানুষ চেনে রবীন্দ্রনাথকে। কিন্তু সারা ভারতে সবাই চেনে কি? তাহলে তো আরও সিনেমা হওয়া দরকার, যাতে মানুষ জানতে পারে।’
তবে নেটমাধ্যমে উড়ে আসা এসব সমালোচনায় কান দিতে নারাজ অপুপম। তার কথায়, “কিছু লোকের কথা শুনে খুব মজা পেলাম, বলছে রবি ঠাকুরকে ‘একলা ছেড়ে দিন’। একটা দিনে ৮৬.৪০০ সেকেন্ড আছে। তাতে যদি কেউ ১০ সেকেন্ডের জন্য এসব কথা বলে, আমি অন্তত সেসব ভেবে আমার সেকেন্ড নষ্ট করব না।” অনুপম জুড়ে দেন, ‘এই লোকগুলো নিজেদের যেন ঠাকুরের মুখপাত্র মনে করে।’
এ অভিনেতা আরও বলেন, “এরপর কেউ হয়তো বলবে গান্ধির ওপরে সিনেমা বানিয়ো না। বোকা বোকা কথা। তাহলে রবি ঠাকুরকে একা ছেড়ে দাও এর মানে কি? এরকম হতে থাকলে তো লোক ‘শিন্ডলারস লিস্ট’ এবং ‘ওপেনহেইমার’-এর মতো প্রোজেক্ট বানানো বন্ধ করে দেবে। এই ধরনের কথার আমার কাছে অন্তত কোনো গুরুত্ব নেই। আর দুনিয়ার কেউ সমালোচনার হাত থেকে বাঁচতে পারে না। আমিও সমালোচনা নিয়ে বাঁচতে শিখে গিয়েছি।”
আরো পড়ুন: আগস্টে মুক্তির তালিকায় তিন সিনেমা
তবে নিজের বক্তব্যের ব্যাখ্যায় স্বস্তিকা সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘অনুপম খের অত্যন্ত গুণী অভিনেতা। শুধু অনুপম খের কেন, যে কেউই রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পারেন। তবে আমি বলতে চেয়েছিলাম, এখন তো প্রচুর প্রোপাগান্ডা ছবি হচ্ছে। সেই প্রোপাগান্ডা থেকে রবি ঠাকুরকে দূরে রাখাই ভালো।’
এখন দেখার বিষয়, অনুপম খেরের এই মন্তব্যের জবাবে কী প্রতিক্রিয়া দেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অবশ্য টলিউডের পাশাপাশি বলিউডেরও নিয়মিত মুখ এ অভিনেত্রী।
এসি/আইকেজে