শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নতুন চেয়ারম্যান, এমডি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

বাম থেকে চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম - ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে চেয়ারম্যান হিসেবে এস এম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এস এম মাহবুবুল আলম নিয়োগ পেয়েছেন।

শনিবার প্রকৌশল খাতের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানিটির ৩৫তম পরিচালনা পর্ষদের সভায় তাদের নিয়োগ অনুমোদন করা হয়। এ নিয়োগ শনিবার থেকে কার্যকর হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়েছে, নতুন যোগ দেওয়া কর্মকর্তারা দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের সফল উদ্যোক্তা; যারা ওয়ালটনের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী নেতৃত্ব বিশ্বের ৪০টিরও বেশি দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের তত্ত্বাবধানেই ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ওয়ালটন মনে করে, তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে কোম্পানিটি দেশে ও আন্তর্জাতিক বাজারে অতি দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করে নেয়। নতুন দায়িত্বে তাদের নিয়োগে ওয়ালটনের উন্নয়নের অগ্রগতি আরও গতিশীল হবে। তারা ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা পাঁচ গ্লোবাল ব্র্যান্ডের একটিতে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশা করছে কোম্পানিটি।

সংবাদ বিজ্ঞপ্তি

আই. কে. জে/ 


ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250