বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

মঞ্চে ছিঁড়ল গায়িকার প্যান্ট, গান গাইতে দেওয়া হলো না শিল্পীকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

মঞ্চে উঠে গান গাইবার প্রস্তুতি নিচ্ছেলেন জনপ্রিয় র‌্যাপার ইগি আজালিয়া বুলেভার্ড। ভেন্যু সৌদির রিয়াদ সিটি। সেখানকার ই-স্পোর্টস ইভেন্টে তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু মঞ্চে উঠতেই হঠাৎ তিনি দুর্ঘটনায় পড়েন। প্যান্ট ছিঁড়ে যায় শিল্পীর। এবং শেষ পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ তাকে গান গাইতে দেয়নি। 

এজন্য এক্স প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘সৌদি আরবের সকলে শুনুন, আমি আপনাদের ভালোবাসি। এবং আমি খুবই দুঃখিত যে আমাকে আমার অনুষ্ঠানটি শেষ করতে দেওয়া হয়নি। যে দোষ চাপিয়ে আমার সঙ্গে এটা করা হয়েছিল, সেক্ষেত্রে আমায় খানিক দয়া দেখাননি। কারণ, তারা আশ্চর্যজনক ভালো মানুষ। এবং কর্তৃপক্ষের ব্যবহার সত্যিই কষ্ট দিয়েছে।’

একটি টুইটে একজন ভক্ত আজালিয়াকে জিজ্ঞাসা করার পরে কেন তাকে ‘প্যান্ট পরিবর্তন করার’ অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেছিলেন যে তাঁর প্যান্ট অদলবদল করেছেন কেউ একটা।

শিল্পী আরও বলেন, ‘আমি আরও বলেছিলাম, 'কিছু মহিলারাও আমায় আওয়াজ দিয়েছিল, এটা নারীর প্রতি ব্যবহার!’

তার মতে, ‘আমি একজন শান্ত মানুষ। আমি চাই না যে ভক্তরা শো আয়োজকদের উপর ক্ষিপ্ত হোক। কারণ, এটা হলে দুই পক্ষের কারওর জন্যই খুব একটা ভালো হত না।’

আরো পড়ুন: ওমরাহ করতে গিয়ে অঝোরে কাঁদলেন রাখি

মিউজিশিয়ান ইনস্টাগ্রামে তাঁর পোশাকের ত্রুটির একটি ক্লিপও শেয়ার করেছেন। সেইসঙ্গে তার ছিঁড়ে যাওয়া প্যান্টের একটি ছবিও ভাগ করে নিয়েছেন। কিন্তু তারপরে সেগুলো সরানো হয়েছে।

শিল্পীর ভাষ্য  এই শো আমার চিরকালের জন্য স্মৃতিতে থাকবে যা শেষ পর্যন্ত আমাকে দেখিয়েছে যে আপনি থাকাকালীন লোকেরা কতটা দয়ালু, প্রেমময় এবং সহায়ক হতে পারে। 

ফ্যান অ্যাকাউন্টগুলো থেকে শেয়ার করা একটি ক্লিপে এই মুহূর্তটি দেখে আজালিয়ার ভক্তেরাও ভীষণভাবে ক্ষেপে গিয়েছেন। এক ভক্ত তখন মঞ্চের পাশে বসে ছিল। যখন এমন একটি ঘটনা ঘটে।

এসি/ আই.কে.জে/





শিল্পী ইগি আজালিয়া বুলেভার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন