বিদ্যা বালান
অভিনেত্রী বিদ্যা বালান বলিউডের প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে প্রেম করেই গাঁটছড়া বেঁধেছিলেন। পেশাগত জীবন নিয়ে যতটা খোলামেলা বিদ্যা, ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত জনসমক্ষে আলোচনা এড়িয়েই যান বিদ্যা। কিন্তু এতদিন পর অভিনেত্রী নিজেই ফাঁস করলেন সিদ্ধার্থের সঙ্গে তার প্রেমকাহিনি নাকি আদপে ‘লাভ স্টোরি’ নয়, ‘লাস্ট স্টোরি’! সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ ও বিদ্যার রসায়নের এমন খবরে হইচই শুরু হয়েছে সিনেমা পাড়ায়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, সিদ্ধার্থ রায় কাপূরের সঙ্গে প্রথম দেখায় তিনি প্রেমে পড়ে যাননি বিদ্যা। সিদ্ধার্থের সঙ্গে তার প্রেমের গল্প বরং অনেকটা ‘লাস্ট স্টোরি’র মতো। বিদ্যা জানান, ‘সিদ্ধার্থের ব্যাপারে আমার মানসিক সংযোগ ছিল। তবে এটি একটি শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয়। তিনি দেখতে খুবই আকর্ষণীয়। আমার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ সিদ্ধার্থ। সবাই তার জীবনসঙ্গীর মাঝে মা-বাবাকে খুঁজেন। সিদ্ধার্থ ঠিক তেমনই একজন মানুষ। তিনি খুব কেয়ারিং। তার এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল’।
ছবি: সংগৃহীত
সম্প্রতি হিউম্যানস অব বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছিলেন, ‘আমি আর সিদ্ধার্থ, করণের বাড়িতে একসাথে একটি পার্টিতে গিয়েছিলাম। আমাদের সম্পর্কে মধ্যে করণ কিউপিডের ভূমিকা পালন করেছেন। করণ আমাদের তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর আমি তার বাড়িতে গেলাম। সে সময় আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম। কিছুক্ষণ পর সিদ্ধার্থও আসল। আমরা তখন একসাথে আড্ডা দিলাম। এভাবেই আমাদের পরিচয় হয়ে গেল’।
বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী বিদ্যা। ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’, ‘জলসা’, ‘শেরনি’-র মতো সিনেমায় রয়েছে তার অভিনয় দক্ষতার ছাপ। বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার জোয়ার আসার অনেক আগে থেকেই বলিষ্ঠ নারীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। পেশাগত জীবনে তার সিনেমা নির্বাচন নিয়েও একাধিক বার প্রশ্ন উঠেছে। ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। সহজাত ভঙ্গিতে সব সমালোচনার উত্তরও দিয়েছেন বিদ্যা।
ছবি: সংগৃহীত
আরো পড়ুন: সময়ের সঙ্গে সঙ্গে ‘না’ বলার ক্ষমতা আমার রয়েছে: রেখা
এম/