সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

৬১ তে পৌঁছালেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিনিই ‘ইন্ডাস্ট্রি’- এমনই এক প্রবাদ শোনা যায় কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে। প্রায় চার দশক ধরে দর্শকদের মনের একেবারে কাছেই রয়েছেন তিনি। উপহার দিয়েছেন একের পর এক হিট চলচ্চিত্র। শুধু ওপার বাংলায় নয়,গোটা ভারত এবং বাংলাদেশেও তিনি তুমুল জনপ্রিয়।

বলছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। সকলের প্রিয় বুম্বা দা। আজ তার জন্মদিন। গোটা টলিউড জুড়ে তাই উৎসবের আমেজ। 

আজ ৬১ বছরে পা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকাল থেকে সামাজিক মাধ্যম ভরে গেছে শুভেচ্ছা বার্তায়। পছন্দের তারকার জন্মদিনে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন। নানান ভাবে পালন করছেন জন্মদিন।

এবার জন্মদিনে নতুন ছবি পোস্ট করে ভক্তদের চমক দিয়েছেন প্রসেনজিৎ। ছবিটি দেখে বোঝা দায় তিনি ৬১ বছরে পড়েছেন! প্রসেনজিতের পোস্ট করা ছবিতে কালো ট্রাউজার ও কালো রঙের স্লিভলেস গেঞ্জিতে দেখা গেছে তাকে। চোখে চশমা, হাতে বালা ও একটি চেইন। আঙুলে থাকা আংটি নজর কেড়েছে সকলের। হাত মুঠো করে এক বিশেষ স্টাইলে বসে বুম্বাদা।

এই ছবি পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন, ‘জীবনের যাত্রায় শুরু হলো আরেকটি নতুন বছর।’ ছবিটি পোস্ট করা মাত্রই তা হল ভাইরাল হয়ে যায়। সকলেই প্রশংসা করেছেন প্রিয় অভিনেতার এই নতুন লুকের।

প্রসেনজিতের জন্মদিনে অন্যান্যা তারকাদের সঙ্গে তার দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ঋতুপর্ণাও শুভেচ্ছা জানিয়েছেন। টলিউডের এই জুটি আজও সমান জনপ্রিয় অনুরাগীদের কাছে। শুভেচ্ছা জানিয়ে ঋতুপর্ণা লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই এক দমকা টাটকা হাওয়া। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা কাটুক হাসিতে এবং ভালোবাসায়।’ এই লেখার সঙ্গে সামাজিক মাধ্যমে দুজনের একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে সাদা-কালো ধুতি পাঞ্জাবি এবং লাল পাড় সাদা শাড়ি পরা প্রসেনজিৎ- ঋতুপর্ণা।

সম্প্রতি নিজের প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’র জন্য পুরস্কৃত হয়েছেন প্রসেনজিৎ। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ নিজেও। ‘এশিয়ান অকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে’র মঞ্চে পুরস্কৃত হয়েছেন অভিনেতা। শ্রেষ্ঠ সহ অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ। ‘জুবিলি’তে অভিনয় করে দর্শকদের যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন তিনি। রাতারাতি বেড়েছিল জাতীয় স্তরে তার পরিচিতি।

সামনে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘দশম অবতার’-এ প্রধান চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। এই মুহূর্তে স্পাই থ্রিলার ‘দশম অবতার’ ছবির প্রমোশনে ব্যস্ত বুম্বা।



একে/


প্রসেনজিৎ জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন