বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিমবঙ্গে একই দিনে উল্টোরথ ও মহররম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপরতা *** আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো *** এক মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ *** আবার আলোচনায় মুরাদনগর, এবার মা-ছেলেসহ ৩ জনকে... *** আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি *** বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন *** বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা *** ভারতে আবার বন্ধ পাকিস্তানিদের ইউটিউব চ্যানেল *** জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, জুলাইয়ে কতটা হবে *** আমেরিকার সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

তিন ক্রিকেটারের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। ছবি: এএফপি

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। পঞ্চপাণ্ডব ছাড়া প্রথমবার ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অনেকটা তারুণ্য নির্ভর একাদশ। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো টস করতে নেমেছেন।

এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের। বাংলাদেশের পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে মিলান রত্নায়েকের।

তানজিদ হাসান তামিম, ইমন ও নাজমুল হোসন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। পেটের পীড়ায় অসুস্থ ছিলেন রিশাদ হোসেন। একাদশে সুযোগ হয়নি এ লেগ স্পিনারের।

স্পিন আক্রমণে মিরাজকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছে তার। এবার ৫০ ওভারের সংস্করণেও অভিষেক হচ্ছে এ বাঁহাতি স্পিনারের। পেস বোলিং আক্রমণে আছেন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিব। চোট কাটিয়ে প্রায় তিন মাস পর খেলছেন তাসকিন।

ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে তাসকিন ও মোস্তাফিজের রেকর্ডও দারুণ। ১৪ ইনিংসে মোস্তাফিজের শিকার ২৩, তাসকিন ১৩ ইনিংস নিয়েছেন ২২ উইকেট।

শ্রীলঙ্কার ওপেনিংয়ে পাতুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে আছেন নিশান মাদুশকা। প্রত্যাশিতভাবে কুশল মেন্ডি, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কারা আছেন মিডল অর্ডার সামলাতে। বোলিং আক্রমণে—তিন পেসারের সঙ্গে দুই স্পিনার লঙ্কানদের একাদশে। রহস্য স্পিনার মহেশ তিকসানার সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা ঘূর্ণি আক্রমণে। আছেন আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকে।

বাংলাদেশের একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশ:

নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিত আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিকসানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্দো।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন