সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পঙ্কজ উদাসের সঙ্গীত চিরকাল আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

৭২ বছর বয়সে ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন।  সোমবার ২৬শে ফেব্রুয়রী সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা দিয়েছেন সংগীত তারকারা।

পঙ্কজ উদাসের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ভারতীয় গায়ক অনুপ জালোটা লিখেছেন, ‘ পঙ্কজ উদাসের মৃত্যুর খবরটি শুনে মর্মাহত হয়েছি। সঙ্গীত কিংবদন্তী এবং আমার বন্ধু মারা গেছেন। এই কঠিন সময়ে আমরা তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

বলিউড অভিনেতা কুণাল কাপুর লিখেছেন, আজ বিদায় নিলেন এক কিংবদন্তী। যার সুর আমাদের মন ছুঁয়ে গেছে। পঙ্কজ উদাস হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তার সঙ্গীত চিরকাল আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে। শান্তিতে বিশ্রাম নাও, মাস্টার।

সৌরেন্দ্র-সৌম্যজিতের ফেসবুক পাতায় বলা হয়েছে, ‘যে কন্ঠস্বর আমাদের শৈশবকে ভরে দিয়েছে, সেই কণ্ঠ আজ থেমে গেছে। পঙ্কজ উদাস জি, আপনি শান্তিতে থাকুন।’

আরো পড়ুন: ১৭টি মুঠোফোন ব্যবহার করেন শাহরুখ

পঙ্কজকে নিয়ে সোনু নিগম লিখেছেন, ‘আমার শৈশবের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পঙ্কজ উদাস। সেই মানুষটিকে হারিয়ে ফেললাম। আপনাকে আজীবন মিস্ করব। আপনার মৃত্যুর খবরে শোকাহত। আমাদের জীবনে থাকার জন্য ধন্যবাদ।’

শোক প্রকাশ করে ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ লিখেছেন, ‘এটা সত্যিই হৃদয় বিদারক। গজল মাস্টার এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পঙ্কজ উদাস জি মারা গেছেন। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।

কবিতা কৃষ্ণমূর্তি লিখেছেন, ‘সেন্ট জেভিয়ার্স দিনের আমার প্রিয় বন্ধু এবং একজন মহান গায়ক শ্রী পঙ্কজ উদাসের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তার চলে যাওয়া সঙ্গীতের বিশ্বের একটি বড় ক্ষতি। তিনি একজন এবং সবার কাছে সর্বকালের সেরা মানুষ হিসাবে পরিচিত। তার হাসি মুখ মিস করব। তার আত্মার শান্তি কামনা করি।

এসি/

পঙ্কজ উদাস সঙ্গীত

খবরটি শেয়ার করুন