ফাইল ছবি (সংগৃহীত)
সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযুক্ত কী না, তা রাজনৈতিক দলগুলোকে বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবিসহ নিত্যনতুন ইস্যু পলাতক ফ্যাসিস্টের পুনর্বাসনের পথ সুগম করে দিচ্ছে কী না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ, গুম-খুনের শিকার পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ আহ্বান ও প্রশ্ন রেখেছেন।
তারেক রহমান বলেন, ‘কোনো কোনো দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী বিধান রয়েছে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায়, ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ মুহূর্তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী, বা উপযোগী কী না, ভেবে দেখার জন্য অনুরোধ রাখব।’
তিনি বলেন, ‘আমি মনে করি, নিত্যনতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে।’
তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন। তিনি ভিডিও বক্তব্য দেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিগত আওয়ামী লীগের সময় গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্যের মূল বিষয় ছিল জাতীয় সংসদের উচ্চ ও নিম্নকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার জন্য কয়েকটি দলের দাবির প্রসঙ্গটি।
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক বিধি-ব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত রাখতে হলে, বাংলাদেশকে তাঁবেদার মুক্ত রাখতে হলে এ মুহূর্তে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিশীলতা সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কী না, এ বিষয়েগুলো আরও একবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সব রাজনৈতিক নেতাদের বিনীত আহ্বান এবং অনুরোধ করব।’
জুলাই গণ–অভ্যুত্থানে যে সব বীর সন্তানেো দেশের জন্য জীবন দিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, তাদের আত্মত্যাগকে বিবেচনায় নেওয়ার জন্য প্রতিটি দলের নেতাকর্মী এবং সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আসুন, আমরা যার যার ইচ্ছামতো শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় দেশকে উপলব্ধি করে বাংলাদেশকে দেখার চেষ্টা করি। শহীদদের আকাঙ্ক্ষায় বাংলাদেশকে গড়ে তুলি।’
খবরটি শেয়ার করুন