শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গল থেকে বলিভিয়ার প্রেসিডেন্ট হতে চান মোরালেস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার এড়াতে ৬৫ বছর বয়সী এ নেতা তাই বর্তমানে গহিন জঙ্গলে আত্মগোপন করে আছেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আবারও দেশের ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৮ই মে) ব্রিটেন-ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বলিভিয়ার চাপারে অঞ্চলের ছোট্ট গ্রাম লাউকা এন-এ সাত মাস ধরে একটি রেডিও স্টেশনে আত্মগোপনে আছেন মোরালেস। বর্তমানে এ এলাকার চারপাশে অবস্থান নিয়ে রাত-দিন পাহারা দিচ্ছেন শত শত কোকা চাষি। তাদের হাতে কাঠের বর্শা আর লোহার ঢাকনা দিয়ে তৈরি ঢাল। এখানে প্রবেশ করা যে কারও জন্য এখন কঠিন, এমনকি পুলিশের জন্যও। মোরালেসের অনুরাগীরা দিনের পর দিন পাহারা দিচ্ছেন যেন তাদের ‘ভাই’ ইভোকে কেউ ধরতে না পারেন।

মোরালেসের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ১৫ বছরের এক কিশোরীকে তিনি ধর্ষণ করেছিলেন। দাবি করা হয়, ওই কিশোরীর গর্ভে তার সন্তানও চলে আসে। তবে মোরালেস বলছেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। বর্তমান সরকার তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে মোরালেসের সাবেক মন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সে মোরালেসের আত্মপক্ষ সমর্থনকে উড়িয়ে দিয়েছেন। এক সময়ের সহকর্মী ও ঘনিষ্ঠ দুই ব্যক্তি থেকে তারা এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যদি মোরালেস উল্টাতে পারেন, তবে আগামী আগস্টের নির্বাচনে তারা দুজন মুখোমুখি হতে পারেন।

এইচ.এস/

বলিভিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন