ছবি: সংগৃহীত
নড়াইলের নড়াগাতীর কলাবাড়িয়া গ্রামের শেখ আনিচুর রহমান নামে এক যুবককে হাত-পায়ের রগ কেটে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-৬। সোমবার যৌথ অভিযানে তাদের রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১১ই জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।
আরো পড়ুন: লালমনিরহাটকে ভূমিহীন মুক্ত জেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাহিদুল শেখ (৫০), শামীম শেখ (২৫), হাছানুর রহমান রিপন (৫০), রাশিদুল শেখ (২৪), জুলফিকার (৪৫), লিটু (২৮), হিটু (২৫), আজিজ শেখ (২৫) ও হানিফ শেখ (২৮)।
র্যাব জানায়, গত ৩১শে মে নড়াইলের নড়াগাতীর কলাবাড়িয়া এলাকায় শেখ আনিচুর রহমানকে আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে ধাওয়া করেন তারা। পরে একটি ইটভাটায় নিয়ে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই বাদী সোহেল রানা হয়ে একটি মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানায় র্যাব।
এসি/