শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

৮-৯ মাসে দেশকে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৯ই জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে চালিকা শক্তি। প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাত্র ৮-৯ মাসে দেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি, নির্বাচিত যে সরকার আসবে, তারা এ ধারা অব্যাহত রাখবে।’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ সোমবার (৯ই জুন) প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শেখ বশিরউদ্দীন বলেন, ‘যারা এ স্কুল থেকে জ্ঞান অর্জন করে সম্মানিত হয়েছেন, তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানদের ভবিষ্যতের নেতা ও নেতৃত্বের যোগ্যতায় তাদের গড়ে তুলব। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত।’ 

তিনি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের কথা উল্লেখ করে বলেন, 'তারা যখন এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিদ্যালয় ভবনটি মাটির ছিল। তারা যদি মাটির বিদ্যালয়ে পড়াশোনা করে দেশের বড় জায়গায় যেতে পারেন, তাহলে এখনকার শিক্ষার্থীরা আরও ভালো করবে।’

এইচ.এস/

বাণিজ্য উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন