শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

আমেরিকার ৫০ হাজার সেনাকে হত্যার হুমকি ইরানের গণমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

সারি সারি করে সাজিয়ে রাখা ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের বোমা হামলা চালিয়েছে আমেরিকা। এ ঘটনায় প্রতিশোধ নিতে চায় ইরান। দেশটির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও আমেরিকার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। সর্বশেষ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও আমেরিকাকে ভয়ংকর প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে এক প্রতিবেদনে আজ সোমবার (২৩শে জুন) ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, ইরানে হামলার পর সর্বশেষ দেশটির শাসনক্ষমতার পরিবর্তন ঘটানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্যের জবাবে ৫০ হাজার আমেরিকান সেনার কফিন ওয়াশিংটনে পাঠানোর হুমকি দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক মেহেদি খানালিজাদেহ এক ঘোষণায় বলেন, ‘আপনারা আমাদের রক্ত ঝরিয়েছেন, এখন আপনাদের ৫০ হাজার সেনার কফিন গ্রহণ করবেন।’ তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করে বলেন, ‘হোয়াইট হাউসে বসেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন—আমেরিকার সেনাদের কফিনের বহর যেন ওয়াশিংটনে ফেরত যায়।’

খানালিজাদেহর হুঁশিয়ারিটি এমন সময়ে এসেছে, যখন ইরান আমেরিকাকে কঠোর ‘প্রতিশোধের জন্য প্রস্তুত’ থাকতে বলেছে। আশঙ্কা করা হচ্ছে, এ প্রতিশোধ নিতে গিয়ে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

এদিকে আল জাজিরাসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, আজ ইসরায়েল আবারও নতুন করে ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ওই পারমাণবিক গবেষণাগারের একটি প্রবেশপথ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

এ ছাড়া ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। এ হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী গার্ডের একটি সামরিক সদর দপ্তর। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো দাবি করছে, হামলার সময় সেখানে শত শত অভিজাত সেনা ও গোয়েন্দা কর্মকর্তা অবস্থান করছিলেন। এ হামলায় বিপুল প্রাণহানি হয়েছে।

ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250