মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান *** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

আষাঢ়ের ঝুমবৃষ্টিতে ডুবল রাজধানীর অনেক রাস্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আষাঢ়ের ঝুম বৃষ্টিতে ডুবল রাজধানীর অনেক রাস্তা। শুক্রবার ছুটির দিন সাতসকালে আকাশটা যেন বৃষ্টিতে ভেঙে পড়ল। গড়িয়ে গেল জমে থাকা সব ভ্যাপসা গরম। যদিও এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।

চলছে আষাঢ় মাসের শেষ সপ্তাহ। এমন সময় আকাশ ভেঙে ঝুমবৃষ্টি নামবে এমনটাই স্বাভাবিক। গত দুদিন  ভ্যাপসা গরম কাটিয়ে আষাঢ়ের এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নিয়ে এলেও সঙ্গে রয়েছে নানা ভোগান্তি। এর কারণ জলাবদ্ধতা। ভোর ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। এমন কিছু সড়ক আছে যেখানে হাঁটু ছেড়ে কোমর পর্যন্ত পানি জমে যায়।

সাপ্তাহিক এই ছুটির দিন হওয়ায় অনেকেই বের হয়নি। তারপরেও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

টানা প্রায় তিন ঘন্টার বৃষ্টিতে রাজধানীর মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

পুরান ঢাকার লালবাগ থেকে অফিসের উদ্দেশে আসছিলেন ইহসান আবদুল্লাহ। পথেই বৃষ্টির কারণে জলবদ্ধতা হওয়ায় পড়তে হয় ভোগান্তিতে। শেষ পর্যন্ত কমড় পর্যন্ত পানি ডেঙ্গিয়ে অফিসে যেতে হয়েছে তাকে। এরকম অনেক শ্রমজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। 

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (১২ই জুলাই) সারা দেশে বৃষ্টি বাড়তে পারে, মেঘলা থাকতে পারে আকাশ। মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় এই বৃষ্টি বেড়েছে।

কেবি/  আই.কে.জে

বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন