শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী

ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

তিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামীকাল বুধবার (২৩শে জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (২১শে জুলাই) নিয়মিত ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তিনি বলেন, ‘আজ উমেরভের সঙ্গে বন্দি বিনিময় ও রাশিয়ার সঙ্গে তুরস্কে অনুষ্ঠেয় আরেকটি বৈঠক নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আলোচনাটি বুধবার অনুষ্ঠিত হবে।’

তবে আলোচনার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো। যদিও রুশ বার্তা সংস্থা রিয়া এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলে বৃহস্পতি ও শুক্রবার দু'দিন ধরে চলবে আলোচনা। তুরস্ক সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মে ও জুনে যেখানে আলোচনা হয়েছে সেখানেই এবারের আলোচনা অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকগুলো যুদ্ধবিরতি ইস্যুতে কার্যকর কোনো অগ্রগতি না হলেও বন্দি বিনিময়ের পথ খুলেছিল। এবারও আলোচনায় বন্দি বিনিময় ও জেলেনস্কি-পুতিন সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

জে.এস/

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250