বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন *** খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ও ডিএমপির কমিশনার *** আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে *** তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন সৈয়দা রিজওয়ানা *** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি

যে কারণে চীনা কোম্পানিগুলোকে এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনা কোম্পানিগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সক্ষম মনিটরিং ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে পাকিস্তান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবলে বলা হয়, পাকিস্তানের কর প্রধান চীনা কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যদি তাদের উৎপাদন সম্পূর্ণরূপে প্রকাশ না করে, তবে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে।

এটি এমন সময়ে আসে যখন চারটি কোম্পানির প্রতিনিধি সংসদীয় কমিটিকে জানায় যে, তাদের ম্যানেজমেন্ট মনিটরিং ক্যামেরা স্থাপনের অনুমতি দিচ্ছে না। ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) চেয়ারম্যান রশিদ লাংগ্রিয়াল সেনেট স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্সের বৈঠকে এই সতর্কবার্তা দেন। 

তিনি জানান, সরকারের নীরব সহনশীলতা নেই এমন ৩০ বিলিয়ন রুপি বার্ষিক কর ফাঁকির প্রতি, যা টাইল প্রস্তুতকারকেরা উৎপাদন কম দেখিয়ে চালান। লাংগ্রিয়াল বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সিরামিক কারখানায় স্থানীয় বা বিদেশি মালিকানাধীন উৎপাদন পর্যবেক্ষণের জন্য এআই সক্ষম ক্যামেরা স্থাপন করবে।

তবে কোম্পানিগুলো যুক্তি দেয় যে, তাদের উৎপাদন লাইনের উপর নজরদারি করলে ব্যবসায়িক গোপনীয়তা বিপন্ন হতে পারে, যা লাংগ্রিয়াল তীব্রভাবে প্রত্যাখ্যান করেন।

তিনি জানান, এফবিআর ইতিমধ্যেই চীনা বিনিয়োগকারীদের সুবিধা দিয়ে প্রতিটি কারখানায় ক্যামেরার সংখ্যা ১৬ থেকে কমিয়ে ৫ করেছে, এবং ক্যামেরাগুলো এমন স্থানে বসানো হবে যেখানে উৎপাদন যথাযথভাবে পর্যবেক্ষণ করা সম্ভব।

পাকিস্তানে কর ফাঁকির ব্যাপক সমস্যা রয়েছে, এমনকি কর নেট-এ নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মধ্যেও। এই সমস্যা মোকাবেলার জন্য সরকার ১৮টি উচ্চ-ঝুঁকিপূর্ণ সেক্টরে মনিটরিং ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। 

চীনা কোম্পানিগুলোর স্থানীয় প্রতিনিধি কমিটিকে জানান যে তাদের বোর্ড সদস্যেরা উৎপাদন লাইনে ক্যামেরা বসাতে অস্বীকার করেছেন এবং ব্যবসায়িক গোপনীয়তা প্রকাশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

লাংগ্রিয়াল প্রতিক্রিয়ায় বলেন, ক্যামেরা স্থাপনের ফলে কেবল উৎপাদনের সংখ্যা ধরা হবে। তিনি বলেন, ‘যদি আপনার বোর্ড সদস্যেরা ক্যামেরা বসাতে সম্মত না হন, তবে আপনাদের কাজ বন্ধ করতে হবে।’

জে.এস/

চীনা কোম্পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250