সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে পরামর্শ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের নদী অববাহিকা আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকতে পারে। ফলে দৃষ্টিসীমা কমে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে একথা বলা হয়।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, ঘন কুয়শার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার তথা অর্ধকিলোমিটার বা এর চেয়েও কম হতে পারে। এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে হবে। তবে এসময়ের জন্য কোনো সতর্ক সংকেত থাকছে না।

এদিকে ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে নাটোরে ছয় ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

এসি/ আই.কে.জে

নৌযানসমূহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন