ফাইল ছবি (সংগৃহীত)
দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। প্রকারভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আর পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার (১৯ই মার্চ) সকালে হিলি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশীয় পেঁয়াজের সরবরাহ ব্যাপক। সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা পর্যায়ে দাম ছিল ৯০-৯৫ টাকা, এখন সেই পেঁয়াজ মানভেদে কেজিতে বিক্রি হচ্ছে ৫৫-৫০ টাকায়।
বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম কমে গেছে। গত দুই দিন আগে ৭০ টাকা কেজি হিসেবে মোকাম থেকে পেঁয়াজ পাইকারি কিনে এনেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি। মোকামে হঠাৎ পেঁয়াজের আমদানি প্রচুর হওয়ায় এবং ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমে গেছে। তবে যদি ভারতীয় পেঁয়াজ আমদানি হয় তাহলে আরও দাম কমে যাবে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, রমজান শুরু হলেই সবকিছুর দাম বাড়ে, এবারও সবকিছুর দাম বেড়েছে। কিন্তু বাজারে এসে দেখলাম পেঁয়াজের দাম কমেছে। পেঁয়াজের মতো অন্যান্য পণ্যের দাম কমলে ভালো হতো।
ওআ/ আই. কে. জে/