মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের চতুর্থ শুনানি আজ *** নিরাপত্তা উদ্বেগ নিয়ে আসিফ নজরুলের দাবি প্রত্যাখ্যান আইসিসির *** ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর *** ইরানে বিক্ষোভে এই পর্যন্ত নিহতের যে সংখ্যা জানাল দ্য টাইম *** সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত *** ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল’

‘নগ্ন হয়ে চাঁদে চলে গেলেই পারতেন’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রকৃতির কোলে আত্মানুসন্ধানের দাবি করে সম্প্রতি এক বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়—নগ্ন অবস্থায় গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছেন তিনি। 

বিদ্যুতের ভাষ্য, নিজের আত্মাকে খুঁজে পেতেই তিনি এভাবে প্রকৃতির মধ্যে বিলীন হয়েছেন। তবে বিদ্যুতের এই ভাবনা বা উপস্থাপন একেবারেই ভালোভাবে নেননি অভিনেত্রী রোজলিন খান। প্রকাশ্যে কড়া ভাষায় বিদ্যুতের সমালোচনা করেছেন তিনি। 

রোজলিনের দাবি, নগ্নতা কখনোই সাহসিকতার প্রতীক হতে পারে না। রোজলিন বলেন, ‘বিদ্যুৎ জামওয়াল, আমার ভাই—নগ্ন হওয়ার মধ্যে কোনো সাহসিকতা নেই। কেউ কেউ টাকার জন্য নগ্ন হয়, কিন্তু আপনি রোমাঞ্চের জন্য নগ্ন হয়েছেন। অসাধারণ! আপনাকে তো ভারতরত্ন দেওয়া উচিত।’

এখানেই থামেননি তিনি। বিদ্রুপের সুরে রোজলিন আরো বলেন, ‘এখানেই বা থামলেন কেন? নগ্ন হয়ে তো চাঁদেই চলে যেতে পারতেন! কী মূর্খামি। উনি বোঝাতে চাইছেন, তিনি কিছুই ভয় পান না। পোশাক না পরে সেই বার্তা দিতে চান। সত্যিই বলিউডে কি নগ্নতা আর বিতর্ক ছাড়া আর কিছু নেই?’

প্রসঙ্গত, বিদ্যুৎ জামওয়াল আগেও একাধিকবার দাবি করেছেন, প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে শহরের বিলাসবহুল জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি প্রকৃতির কাছে ফিরে যান। তার মতে, প্রকৃতির মধ্যেই নিজেকে শারীরিক ও মানসিকভাবে নতুন করে গড়ে তোলা সম্ভব।

এই ভিডিও শেয়ার করার সময় বিদ্যুৎ লিখেছিলেন, “একজন কালারিপায়াত্তুর ছাত্র হিসেবে বছরে একটি সময় আমি প্রকৃতির মধ্যে নিজেকে মেলে ধরি। একে বলা হয় ‘সহজা’। ‘সহজা’ মানে প্রাকৃতিক স্বাচ্ছন্দ্য, সহজাত প্রবৃত্তির অবস্থায় ফিরে যাওয়া এবং প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ ও অন্তর্গত সচেতনতার মধ্যে জীবনযাপন।”

সব মিলিয়ে, আত্মানুসন্ধানের নামে বিদ্যুতের এই উদ্যোগ যেমন একাংশের কাছে সাহসী ও ব্যতিক্রমী বলে মনে হয়েছে, তেমনই রোজলিন খানের মতো অনেকেই একে অপ্রয়োজনীয় বিতর্ক ও দৃষ্টিকটু বলেই দেখছেন।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250