মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের চতুর্থ শুনানি আজ *** নিরাপত্তা উদ্বেগ নিয়ে আসিফ নজরুলের দাবি প্রত্যাখ্যান আইসিসির *** ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর *** ইরানে বিক্ষোভে এই পর্যন্ত নিহতের যে সংখ্যা জানাল দ্য টাইম *** সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত *** ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল’

প্রেম ভাঙল শ্রীদেবী কন্যার?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিজ’-এর সেট থেকেই শুরু হয়েছিল ঘনিষ্ঠতা। পর্দায় বেটি ও রেজি হিসেবে খুশি কাপুর এবং বেদাং রায়নার রসায়ন যেমন নজর কেড়েছিল, তেমনই পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব ও প্রেম নিয়ে কম চর্চা হয়নি বলিপাড়ায়। তবে সম্প্রতি সেই সম্পর্ক নিয়েই শোনা যাচ্ছে ভাঙনের সুর।

গত কয়েক দিনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, খুশি ও বেদাংয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে। যদিও কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে তাদের সাম্প্রতিক আচরণ ঘিরেই জল্পনা আরো জোরালো হয়েছে।

বলিউড তারকাদের সম্পর্কের ওঠানামা অনেক সময়ই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ লক্ষ্ করেছেন, আগে যেখানে একে অপরের পোস্টে নিয়মিত মন্তব্য করা কিংবা একসঙ্গে ছবি ভাগ করে নেওয়া ছিল স্বাভাবিক ব্যাপার, সেখানে এখন স্পষ্ট এক ধরনের দূরত্ব চোখে পড়ছে। 

শুধু তা-ই নয়, সাম্প্রতিক সময়ে কোনো পার্টি বা পাবলিক ইভেন্টেও তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না, যা বিচ্ছেদের গুঞ্জনকে আরো উসকে দিয়েছে। বিচ্ছেদের সম্ভাব্য কারণ হিসেবে একাধিক সূত্রের দাবি, দুজনেই এখন নিজেদের ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। ‘জিগরা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বেদাং রায়না, পাশাপাশি তার হাতে রয়েছে আরো কয়েকটি বড় প্রজেক্ট। 

অন্যদিকে খুশি কাপুরও আসন্ন সিনেমা ও একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাজের চাপই কি তবে তাদের ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি করেছে—এই প্রশ্নই এখন ঘুরছে ভক্তদের মনে।

উল্লেখ্য, খুশি ও বেদাং কখনোই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ‘কফি উইথ করণ’ থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ও একে অপরকে নিয়ে মন্তব্য অনেকের কাছেই ইঙ্গিতবাহী মনে হয়েছিল। মুম্বাইয়ের রাস্তায় মাঝেমধ্যেই তাদের ডিনার ডেটে যেতে দেখা যেত, যা এখন আর চোখে পড়ে না।

এই খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ খুশি ও বেদাংয়ের ভক্তদের। ‘দ্য আর্চিজ’ মুক্তির পর থেকেই নেটিজেনদের কাছে তারা ছিলেন অন্যতম প্রিয় তারকা জুটি। তাদের বিচ্ছেদের গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে খুশি কাপুর বা বেদাং রায়না—কেউই মুখ খোলেননি।

কাজের দিক থেকে খুশি বর্তমানে ব্যস্ত ‘মম ২’ ছবির শুটিং নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন কারিশমা তান্না। উল্লেখযোগ্যভাবে, ছবিটির প্রথম পর্বে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন খুশির মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। অন্যদিকে, বেদাংকে শিগগিরই দেখা যাবে ইমতিয়াজ আলির নতুন ছবিতে।

জে.এস/

খুশি কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250