মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের চতুর্থ শুনানি আজ *** নিরাপত্তা উদ্বেগ নিয়ে আসিফ নজরুলের দাবি প্রত্যাখ্যান আইসিসির *** ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর *** ইরানে বিক্ষোভে এই পর্যন্ত নিহতের যে সংখ্যা জানাল দ্য টাইম *** সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত *** ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল’

নিরাপত্তা উদ্বেগ নিয়ে আসিফ নজরুলের দাবি প্রত্যাখ্যান আইসিসির

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের দাবিকে প্রত্যাখ্যান করল আইসিসি। ভারতে খেলতে গেলে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা ঝুঁকি আছে এমন কোনো চিঠি বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয়নি বলে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতে নিরাপত্তা নিয়ে গতকাল সোমবার (১২ই জানুয়ারি) বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের উদ্বেগের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিরাপত্তা ইস্যুতে আইসিসি বাংলাদেশকে তিনটি শঙ্কার কথা উল্লেখ করে চিঠি দিয়েছে বলে জানান তিনি।

তিনি বলেছেন, ‘প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকেরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।’

আসিফ নজরুলের এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তার মন্তব্যের জেরে আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে কোনো চিঠি দেয়নি তারা। এক সূত্রের বরাত দিয়ে এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সেই কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিরাপত্তা শঙ্কা নিয়ে কোনো চিঠি দেওয়া হয়নি। সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভেন্যু সরানোর অনুরোধের জবাবও দেয়নি আইসিসি।

ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির কাছ থেকে বিসিবিও কোনো চিঠি পায়নি বলে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে তারা।

বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সোমবার যে চিঠি উদ্ধৃত করেছেন, তা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য হুমকির মূল্যায়ন সম্পর্কিত বিসিবি এবং আইসিসির নিরাপত্তা বিভাগের অভ্যন্তরীণ এক যোগাযোগ। ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের জন্য বিসিবির অনুরোধের প্রতি আইসিসির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নয় এটি। এই বিষয়ে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বিসিবি।’

আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250