বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

গত ৫ই আগস্টের পর দীর্ঘ সময় জেলে থাকা শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়েছেন। এদিকে কারাগার থেকে বের হওয়ার পর তাদের অনেকেই অপরাধ, অপকর্মসহ আধিপত্য বিস্তারের লড়াইয়ে জড়াচ্ছে বলে তথ্য পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে কারাগার থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নানা ধরনের অপকর্মে জড়াচ্ছেন। তাদের জামিন বাতিলের জন্য আবেদন করবো। 

আই.কে.জে/


ডিএমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন