সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা

স্বামীকে ইনস্টাগ্রামে তালাকের এক বছর পর কার সঙ্গে বাগ্‌দান সারলেন দুবাই–শাসকের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুবাইয়ের শাসকের মেয়ে শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম আমেরিকান গায়ক ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগ্‌দান সম্পন্ন করেছেন। মন্টানার এক প্রতিনিধি গতকাল বুধবার (২৭শে আগস্ট) বিনোদন ও তারকাদের খবরবিষয়ক ওয়েবসাইট টিএমজেডকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর নিউইয়র্ক পোস্টের।

মরক্কোর বংশোদ্ভূত এই আমেরিকান র‍্যাপারের প্রতিনিধি টিএমজেডকে বলেছেন, গত জুনে প্যারিস ফ্যাশন সপ্তাহের সময় মন্টানা আনুষ্ঠানিকভাবে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন। তবে কবে তারা পাকাপাকিভাবে বিয়ের পিঁড়িতে বসছেন, তা নিয়ে কিছু জানা যায়নি।

মাহরা দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের মেয়ে। তিনি ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক করেছেন।

এ ছাড়া মোহাম্মদ বিন রাশেদ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও মাহরা একটি বিশেষ ডিগ্রি অর্জন করেছেন। মোহাম্মদ বিন রাশেদ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন দুবাইভিত্তিক একটি গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান।

মাহরা ২০২৩ সালের মে মাসে শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশেদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাদের বিচ্ছেদ হয়। সংক্ষিপ্ত সময়ের এ বিয়েতে তাদের এক কন্যাসন্তান রয়েছে।


অন্য মেয়েদের সঙ্গে সময় কাটানোর অভিযোগে গত বছর ইনস্টাগ্রামে এক পোস্টে শেখ মানাকে তালাকের ঘোষণা দিয়েছিলেন মাহরা। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছিল।

ইনস্টাগ্রামের সেই পোস্টে মাহরা লিখেছিলেন, ‘প্রিয় স্বামী, তুমি এখন হয়তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছ। এ সময়ে আমি আমাদের বিচ্ছেদ ঘোষণা দিচ্ছি। আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। নিজের খেয়াল রেখো। তোমার সাবেক স্ত্রী।’

গত বছরের জুলাইয়ে বিচ্ছেদের পর নিজের ব্র্যান্ড মাহরা এম-ওয়ান থেকে ‘ডিভোর্স’ নামের একটি পারফিউম বাজারে আনেন। এটি ভালো ব্যবসা করছে।

বিচ্ছেদের কয়েক মাসের মাথায় মাহরা (৩১) ও মন্টানার (৪০) প্রেমের গুঞ্জন ছড়াতে থাকে। ২০২৪ সালের শেষের দিকে মন্টানাকে দুবাই ঘুরিয়ে দেখান মাহরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তোলা ছবি পোস্ট করেন।

এর পর থেকে তাদের দুবাই ও মরক্কোয় একাধিকবার একসঙ্গে দেখা গেছে। কখনো আড়ম্বরপূর্ণ তাদের রেস্তোরাঁয় খাবার খেতে, কখনো অনিন্দ্যসুন্দর কোনো মসজিদ পরিদর্শন করতে, কখনোবা প্যারিসের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা গেছে। তবে চলতি বছর প্যারিসের ফ্যাশন শোতে হাত ধরে হাঁটার আগপর্যন্ত তাদের প্রেমের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম ফ্রেঞ্চ মন্টানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250