সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ষাটোর্ধ্ব মামনুর রশীদ ও একটি কুকুর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাহাত চৌধুরী একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিবেশী রুবাইয়াত আলির পোষা কুকুর তুম্বার সঙ্গে শুরুতে তার সম্পর্কটা ঠিক সৌহার্দ্যপূর্ণ ছিল না। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্যও দিতে হয়।

ত্যক্তবিরক্ত হয়ে রাহাত চৌধুরীর স্ত্রী বাসা ছেড়ে চলে যান। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া কেউ থাকে না। একটি ঘটনা রাহাত চৌধুরীকে আরও নিঃসঙ্গতার দিকে নিয়ে যায়। এমনই কাহিনি মঞ্চ নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’র।

এক ষাটোর্ধ্ব ব্যক্তি ও এক কুকরকে নিয়ে মঞ্চে আসছে ‘তুম্বা ও প্রতিবেশী’। নাটকটি ঈদের দিন, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন ঢাকার মিরপুর–১১–এর ঋদ্ধি গ্যালারিতে মঞ্চায়ন হবে। বাঙলা থিয়েটার প্রযোজিত নাটকটি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন ও অভিনয় করেছেন মামুনুর রশীদ।

মামুনুর রশীদ বলেন, ‘মিরপুর এলাকায় তেমন কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। মিরপুরের দর্শকের কাছে পৌঁছাতে চাই। সেই ভাবনা থেকেই নাটকটি মিরপুরে প্রদর্শন করছি।’

‘তুম্বা ও প্রতিবেশী’ নাটকের সহযোগী নির্দেশক শামীমা শওকত। মঞ্চ পরিকল্পনা করেছেন হাশিম মাসুদ, আলোক পরিকল্পনা ঠান্ডু রায়হান, সংগীত পরিকল্পনা মুক্তনীল, সংগীত প্রক্ষেপণ করেছেন সৌরভ রায়, পোশাক পরিকল্পনা করেছেন সালমা খান, নেপথ্য কণ্ঠ দিয়েছেন আরিফ হোসেন, প্রকাশনা ডিজাইন করেছেন অপু মেহেদী।

ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলা থিয়েটার। মিরপুর–১১ মেট্রোস্টেশনের কাছেই ঋদ্ধি গ্যালারি। ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আগ্রহী দর্শক সহজেই এখানে আসতে পারেন।

এইচ.এস/

মামুনুর রশীদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন