ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার জন্য তহবিল বন্ধের হুমকি আগেই দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় বসতে যাওয়া আসন্ন জি–২০ বৈঠকেও অংশ না নেওয়ার কথা।
বুধবার (৫ই ফেব্রুয়ারি) আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রুবিও লিখেছেন, দক্ষিণ আফ্রিকা খুব খারাপ কাজ করছে। তারা ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করছে এবং জি–২০’কে সংহতি, সমতা ও স্থায়িত্বের প্রচারে ব্যবহার করছে।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় রুবিওর মন্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি ইচ্ছাকৃত জমি অধিগ্রহণ নয়। দক্ষিণ আফ্রিকার নতুন আইন আমেরিকার ইমিনেন্ট ডোমেইন আইনের অনুরূপ।
আগামী ২০ ও ২১শে ফেব্রুয়ারি জোহানেসবার্গে জি–২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। দেশটি ডিসেম্বর, ২০২৪ থেকে নভেম্বর, ২০২৫ সাল পর্যন্ত জি–২০ এর সভাপতি থাকবে।
গত রোববার (২রা ফেব্রুয়ারি) সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ট্রাম্প অভিযোগ করেছেন, দক্ষিণ আফ্রিকার সরকার জমি দখল এবং কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি অন্যায় আচরণ করছে। বিষয়টির তদন্ত না হওয়া পর্যন্ত দেশটির জন্য আমেরিকার তহবিল বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
হা.শা./কেবি
পররাষ্ট্রমন্ত্রী
সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খবরটি শেয়ার করুন