প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে ভারতে ইলিশ পাচারের সময় এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৭ই অক্টোবর) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ইলিশ পাচারের সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ জব্দ করে বিজিবি।
আটককৃত ব্যক্তি হলেন- ভারতের মালদা জেলার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “গোয়েন্দা সূত্রে জানা যায় যে আজ ভারতীয় কোনো ট্রাকে সোনামসজিদের জিরো পয়েন্ট দিয়ে ইলিশ পাচারের সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ভারতগামী খালি ট্রাকগুলোতে তল্লাশি চালায়। একপর্যায়ে ভারতগামী ট্রাক থেকে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ উদ্ধার করা হয়। আটক ভারতীয় ট্রাকচালক অলককে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।”
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন