বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া

বিবিসিকে নাহিদ ইসলাম

‘বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনীতির উত্তাল মঞ্চে আবারও উত্তাপ ছড়িয়েছে নির্বাচন নিয়ে বিতর্ক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপির বক্তব্যের সুরকে আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

শুক্রবার (২৪শে জানুয়ারি) বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিএনপির কথার টোন কিন্তু আওয়ামী লীগের টোনের সঙ্গে মিলে যাচ্ছে।’ নিরপেক্ষ নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও দৃষ্টি আকর্ষণকারী মতবিরোধ চলছে।

বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।’ তার এই মন্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে।

মির্জা ফখরুলের বক্তব্যকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, "বিএনপি এক-এগারো ও মাইনাস টু-এর আলোচনা শুরু করেছে, যা সন্দেহের জন্ম দিচ্ছে।" একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির অবস্থান দেশি-বিদেশি ষড়যন্ত্রকে উসকে দিতে পারে।

আওয়ামী লীগের প্রতিক্রিয়া: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সম্প্রতি এক ফেসবুক পোস্টে বর্তমান সরকারকে 'অনির্বাচিত ও অসাংবিধানিক' আখ্যা দিয়ে নিরপেক্ষ সরকারের দাবি জানান। নাহিদ ইসলাম মনে করেন, এই ধরনের মন্তব্য বিএনপির বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং বিভ্রান্তি তৈরি করছে।

বিএনপির নেতাদের প্রতিক্রিয়া: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, এক এগারোর ভয়াবহতা বিএনপির মতো আর কেউ ভোগ করেনি। তিনি আওয়ামী লীগকে 'ভারতের দোসর' আখ্যা দিয়ে বিএনপিকে এভাবে আক্রমণ না করতে সতর্ক করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে সমালোচনা করা যাবে না কেন? এক-এগারোর পুনরাবৃত্তির ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নির্বাচন আয়োজন নিয়ে সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতার প্রয়োজন। তিনি বলেন, বিএনপি কেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তা স্পষ্ট করা উচিত। অন্যদিকে মির্জা ফখরুল বলেছেন, সরকার নিরপেক্ষ থাকলে তারা নির্বাচন পরিচালনা পর্যন্ত থাকতে পারবে।

সংঘাতের সম্ভাবনা ও সমাধানের আহ্বান: উভয় পক্ষের বক্তব্যে উত্তপ্ত বাকবিতণ্ডা দেখা গেলেও, নাহিদ ইসলাম ও মির্জা আব্বাস দেশ গঠনে সংঘাত এড়িয়ে ঐক্যমতের ভিত্তিতে সমাধানের আহ্বান জানিয়েছেন। নির্বাচন ঘিরে বিএনপি ও সরকারের এই টানাপড়েনের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা।

ওআ/কেবি

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন