সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পাঁচ বছর পর দ্বিপাক্ষিক বৈঠক করলেন মোদি-শি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর উত্তেজনা ভুলে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২৩শে অক্টোবর) রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের এক ফাঁকে এই বৈঠক করেন দুই নেতা। বৈঠকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) সংঘাতের অবসান ঘটাতে দ্বিপাক্ষিক সমঝোতাকে স্বাগত জানিয়েছেন তারা। 

ব্রিকসের ষোড়শ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন মোদি। সেখানেই একটি পাশ্ব-বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার।

বুধবার বৈঠকের পর মোদি বলেন, ‘আমাদের বিশ্বাস, ভারত-চীন সম্পর্ক শুধু আমাদের জনগণের জন্যই নয়, আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ সময় তিনি আরও বলেন, ‘পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতা দ্বিপাক্ষিক সম্পর্কের পথনির্দেশিকা স্থির করবে।’

আরও পড়ুন: সৌদিতে ৯ মাসে ৬৫৭ মিলিয়ন রিয়েলের সিনেমার টিকেট বিক্রি

সোমবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ‘টহলদারির সীমানা’ নির্ধারণের বিষয়ে পূর্ব লাদাখের বিভিন্ন পেট্রোলিং পয়েন্টে চীনের সঙ্গে সমঝোতা হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানও একই কথার পুনরাবৃত্তি করেছে। তিনি ‘দ্বিপাক্ষিক ঐকমত্যের’ কথাই জানিয়েছেন।

গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে এবং সেপ্টেম্বরে দিল্লির জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি ও শি। তবে তাদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি।

সূত্র:আনন্দবাজার পত্রিকা

এসি/কেবি

মোদি-শি দ্বিপাক্ষিক বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন