ছবি: সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রেক্ষাপটে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ সোমবার (৩০শে জুন) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
গত শনিবার (২৮শে জুন) বিএনপির মিডিয়া উইং থেকে আজ অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।
আরএইচ/
খবরটি শেয়ার করুন