শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আস্ত ভাস্কর্য চুরি, খুঁজে দিলে মিলবে ৫ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাতের আঁধারে একটি আস্ত ভাস্কর্য চুরি হয়ে গেছে। ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যটি ছিল যুক্তরাষ্ট্রের আইকনিক বেসবল খেলোয়াড় জ্যাকি রবিনসনের। চোর রাতের আঁধারে ট্রাকে করে চুরি করে ভাস্কর্যটি।রোববার (২৮শে জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইকনিক আমেরিকান বেসবল খেলোয়াড় জ্যাকি রবিনসনের একটি ভাস্কর্য কানসাসের একটি পার্ক থেকে চুরি হয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। ভাস্কর্যটি কানসাসের উইচিটার একটি পার্কে স্থাপন করা ছিল। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই চুরির বিষয়ে উইচিটা পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনায় আমাদের সম্প্রদায় বিধ্বস্ত।’

এদিকে পুলিশ চুরি হওয়া এই ভাস্কর্যটির অবস্থান সম্পর্কে যে কোনও তথ্য দেওয়ার জন্য নগদ পুরস্কারের ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন : তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে আমেরিকা

ভাস্কর্যটি ম্যাকঅ্যাডামস পার্কে ছিল। পার্কটি প্রভাবশালী আফ্রিকান আমেরিকানদের স্বীকৃতি দেওয়ার জন্যও পরিচিত। শহরের সাবেক কৃষ্ণাঙ্গ কর্মকর্তার নামে এটির নামকরণ করা হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে শহরের প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ মেয়রের নামানুসারে এর কমিউনিটি সেন্টারের নামকরণও করা হয়েছে।

জ্যাকি রবিনসন ব্রুকলিন ডজার্সের হয়ে খেলেছিলেন এবং মেজর লীগ বেসবলে প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। আর এর মাধ্যমে তিনি আফ্রিকান আমেরিকান খেলোয়াড়দের পরবর্তী প্রজন্মের জন্য পথও প্রশস্ত করেছিলেন।

এদিকে ভাস্কর্য চুরির পর অভিযুক্তকে গ্রেপ্তার করা যায় এমন যে কোনও তথ্যের জন্য কর্মকর্তারা আড়াই হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর ভাস্কর্যটি কোথায় থাকতে পারে সে সম্পর্কে তথ্য দিলে অতিরিক্ত আরও ৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

চুরি যাওয়া ভাস্কর্যটির মূল্য ৭৫ হাজার ডলারের বেশি বলে শহরের কর্মকর্তারা জানিয়েছেন। তবে তারা বলেছেন, যা হারিয়ে গেছে তার মূল্য আরও অনেক বেশি।

সূত্র : বিবিসি

এস/ আই. কে. জে/

ভাস্কর্য ৭৫ হাজার মার্কিন ডলার

খবরটি শেয়ার করুন