ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত
কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। অবশেষে এক মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আগামী দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ১১ই জুলাই মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’ এবং ১৮ই জুলাই আসছে বিপ্লব হায়দারের ‘আলী’।
নির্মাতা কামার আহমাদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন’। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এতদিন বাংলাদেশের দর্শকদের সামনে আসতে পারছিল না অন্যদিন।
কোরবানির ঈদে আলী সিনেমার মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা বিপ্লব হায়দার। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৮ই জুলাই সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে আলী।
অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী। আলী একজন বাক্প্রতিবন্ধী। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাইবোনের ভালোবাসা। নামভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
জে.এস/
খবরটি শেয়ার করুন