শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণ: ভাইয়ের সঙ্গে বিবাদের প্রতিশোধ নিতে ছড়ানো হয় ভিডিও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

রাজধানীর কারওয়ান বাজারে আজ শুক্রবার (৪ঠা জুলাই) র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বী এক নারীকে ধর্ষণ, নির্যাতন করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব বলছে, শাহ পরান এ ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি ওই ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। বড় ভাইয়ের সঙ্গে পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানায় র‍্যাব।

আজ শুক্রবার (৪ঠা জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই শাহ পরানই নারীকে মারধর, বিবস্ত্র করা এবং ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার কাছ থেকে ঘটনার ছবি, ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে শাহ পরান এ ঘটনা ঘটিয়েছেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্রায় দুই মাস আগে পারিবারিক বিষয়ে ফজর আলী ও তার ভাই শাহ পরানের মধ্যে কথা-কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। বিবাদের সমাধান করতে গ্রামে সালিস করা হয়। সেখানে বড় ভাই ফজর আলী জনসম্মুখে ছোট ভাই শাহ পরানকে চড়-থাপ্পড় মারেন। এ অপমানের প্রতিশোধ নিতে শাহ পরান এ পরিকল্পনা সাজান।

জে.এস.

সংখ্যালঘু নারীকে ধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250