শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

‘মা, এমন নেচো না’, মালাইকার ছেলে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা অরোরার নাচের খ্যাতি নতুন নয়। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম হুই’ থেকে শুরু করে সম্প্রতি ‘পয়জন বেবি’—প্রতিটি গানে তার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। তবে নাচের ক্ষেত্রে সবচেয়ে বড় সমালোচক নাকি অভিনেত্রীর নিজের ছেলে আরহান খান।

মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘পয়জন বেবি’ গানের প্রচার অনুষ্ঠানে মালাইকা জানান, তার ছেলে আরহান দুর্দান্ত নাচে। ‘ও দারুণ নাচে, অসাধারণ। ঈশ্বরকে ধন্যবাদ। ও আমার নাচের জিন পেয়েছে,’ বলেন মালাইকা। আরহান হলেন মালাইকার সাবেক স্বামী ও অভিনেতা আরবাজ খানের ছেলে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

অভিনেত্রী আরও জানান, আরহানের প্রিয় গান তারই বিখ্যাত আইটেম নাম্বার ‘মুন্নি বদনাম হুই’, যেখানে তিনি সালমান খানের সঙ্গে পর্দায় নেচেছিলেন। ছেলের সঙ্গে নাচের অভিজ্ঞতা প্রসঙ্গে মালাইকা বলেন, ‘ও নতুন নতুন নাচের স্টেপ শেখে আর আমাকে বলে, “মা, চলো, একসঙ্গে করি।” তারপর সারা দিন আমার নাচ নিয়েই মজা করে। বলে, “প্লিজ, এমনভাবে নেচো না মা!”’

মালাইকা হেসে বলেন, আরহানের এই ঠাট্টা তার কাছে ভালোই লাগে। ‘ওর চোখে আমি এখনো মা; বলিউড ড্যান্স ডিভা নই,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে নিজের নতুন গান ‘পয়জন বেবি’ নিয়েও কথা বলেন মালাইকা। ‘অনেক দিন পর এমন পূর্ণাঙ্গ ড্যান্স নাম্বারে কাজ করলাম। গানটির কোরিওগ্রাফি ভীষণ এনার্জেটিক। এতে যেমন আবেগ আছে, তেমনি আছে একধরনের বিপজ্জনক আকর্ষণ। আমি চেয়েছিলাম, আমার নাচটা যেন একই সঙ্গে বেপরোয়া, সুন্দর ও আকর্ষনীয় লাগে,’ বলেন তিনি।

মালাইকা এবার পর্দায় ফিরেছেন ‘পয়জন বেবি’ গান নিয়ে, যা থাকবে পরিচালক আদিত্য সারপোতদারের নতুন ছবি ‘থামা’তে। গানটিতে মালাইকার সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা। গেয়েছেন জেসমিন স্যান্ডলাস, সচিন-জিগর ও দিব্যা কুমার। দেওয়ালি উপলক্ষে ২১শে অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

জে.এস/

মালাইকা অরোরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250