সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা প্রিমিয়ার লিগে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন পারভেজ হোসেন ইমন। আজ রোববার (৬ই এপ্রিল) বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে বৃষ্টিতে ছোট হয়ে যাওয়া ম্যাচে মাত্র ১৫ বলে ফিফটি হাঁকিয়েছেন বাঁহাতি এ ওপেনার।

বিকেএসপিতে পারভেজ ইমনের রেকর্ড গড়ার দিনে শাইনপুকুরের বিপক্ষে আবাহনী পেয়েছে ১০ উইকেটের দাপুটে জয়।

ঢাকার ক্লাব ক্রিকেট মানে প্রিমিয়ার লিগসহ দেশের ঘরোয়া ক্রিকেটের যে কোনো ফরম্যাটে এটাই সবচেয়ে কম বলে অর্ধশতক। এর আগে দ্রুততম ফিফটির মালিক ছিলেন ফরহাদ রেজা। ২০১৯ সালে তিনি ১৬ বলে পঞ্চাশ হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি।

বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় ৫০ ওভারের ম্যাচটি আকার নেয় ৩১ ওভারে। শাইনপুকুরের ৮৮ রানের জবাবে আবাহনী মাত্র ৬.৪ ওভারেই জয় তুলে নেয়। ওপেনার পারভেজ হোসেন ইমন ২৩ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। অপর ওপেনার জিসান আলম নটআউট থাকেন বল পিছু ১৭ রান তুলে।

এ জয়ের মাধ্যমে ৯ খেলায় আট ম্যাচ জিতে ১৬ পয়েন্ট পেয়ে তালিকায় এককভাবে সবার ওপরেই থাকলো আবাহনী।

আরএইচ/এইচ.এস

দ্রুততম হাফ সেঞ্চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন