সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির কবে কোন ‘ডে’ আপনার জানা আছে তো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুরু হয়ে গেছে ভালোবাসার মাস। ৭ই ফেব্রুয়ারি দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স সপ্তাহ। যা শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর মধ্যে দিয়ে। ভালোবাসা সপ্তাহের এক এক দিনের অর্থ এক একটি। কোনোটি হাগ ডে আবার কোনোটি প্রোপোজ ডে। সব শেষে আসবে ভ্যালেন্টাইন’স ডে। আপনার জানা আছে তো কবে কোন ‘ডে’? জানা না থাকলে প্রিয় মানুষটাকে কীভাবে মনের কথা জানাবেন, কীভাবেই বা উপহার দেবেন?

আরো পড়ুন : ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে যে উপহার দিতে পারেন

চলুন জেনে নিন, ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ‘ডে’-

৭. ফেব্রুয়ারি- রোজ ডে (গোলাপ দিবস)

৮. ফেব্রুয়ারি- প্রপোস ডে (প্রস্তাব দিবস)

৯. ফেব্রুয়ারি- চকলেট ডে (চকলেট দিবস)

১০. ফেব্রুয়ারি- টেডি ডে (পুতুল দিবস)

১১. ফেব্রুয়ারি- প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)

১২. ফেব্রুয়ারি- কিস ডে (চুম্বন দিবস)

১৩. ফেব্রুয়ারি- হাগ ডে (আলিঙ্গনের দিবস)

১৪. ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)

এস/এসি

ভালোবাসার মাস ‘ডে’

খবরটি শেয়ার করুন