ছবি : সংগৃহীত
কে না চায় আমার ঠোঁটটি গোলাপি মসৃণ হোক। তবে নানা কারণে অনেকেরই ঠোঁটের কোণে দেখা দেয় কালচে দাগ। কারও বা কালো ছোপ তৈরি হয় ঠোঁটের ঠিক নীচের অংশে। হালকা রঙের লিপস্টিক পরলে সেই দাগ যেন প্রকট হয়ে ওঠে। কেবল মেয়েরাই নন, পুরুষদেরও একই সমস্যায় ভুগতে হয়। ঠোঁটের দাগ দূর করা কি সম্ভব? মেকআপ দিয়ে না ঢেকেও ঠোঁটের কালচে ছোপ দূর করা যায়, কীভাবে করবেন, রইল টিপস-
লেবু
সকাল ও সন্ধ্যায় দু’বার একটুকরো লেবু ভালোভাবে ঠোঁটে ঘষুন। এতে দাগ অনেকটাই কমবে।
মধু
এক চা চামচ মধুতে খানিকটা চিনি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ভালোভাবে ঠোঁটে লাগান। ঘণ্টা খানেক রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।
আরো পড়ুন : যত্নে থাকুক পছন্দের বই!
হলুদ
ত্বকের যত্নে হলুদ অনেক উপকারী। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভালোভাবে ঠোঁটে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
অ্যালো ভেরা
রোজ রাতে ঘুমনোর আগে ঠোঁটে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নেওয়া যায়। সারা রাত তা সেভাবেই রেখে দিতে হবে।
নারকেল তেল
ত্বকের ক্ষেত্রে নারকেল তেলের গুণ কিছু কম নয়। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে কালচে দাগ গায়েব হবে কিছু দিনেই।
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন