সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকার রাগ ভাঙাতে রাশিয়ায় গিয়ে গ্রেফতার মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

প্রতীকী ছবি

রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভোস্টকে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন একজন মার্কিন সেনা। চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছেন এই মার্কিন সেনা। বর্তমানে ওই মার্কিন সেনা রুশ হেফাজতে রয়েছে। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে একটি বার্তা সংস্থা। 

মার্কিন কর্মকর্তারা সোমবার (৬ই মে) বলেছেন, রাশিয়ায় গ্রেফতার ওই মার্কিন সেনার নাম গর্ডন ব্ল্যাক। তার বয়স ৩৪ বছর। তিনি একজন স্টাফ সার্জেন্ট। দক্ষিণ কোরিয়ায় কর্মরত থাকলেও ব্ল্যাক টেক্সাসের ফোর্ট কাভাজোসে ফেরার প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

তবে আমেরিকায় ফেরার বদলে বিবাহিত ব্ল্যাক দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে রাশিয়ায় পাড়ি জমান। আর সেখানে গিয়েই তিনি গ্রেফতার হন। এতে বিশ্বের দুই পরাশক্তিধর দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হলো। এমনিতেই ইউক্রেন যুদ্ধ ঘিরে আমেরিকা ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভ্লাদিভোস্টকে ফৌজদারি অপরাধমূলক অসদাচরণের অভিযোগে এক মার্কিন সেনাকে আটক করা হয়েছে। রাশিয়া বিষয়টি আমেরিকাকে অবহিত করেছে। এরপর মার্কিন সামরিক বাহিনী ওই সেনার পরিবারকে বিষয়টি জানিয়েছে।

আরো পড়ুন: যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, উচ্ছ্বসিত প্যালেস্টাইনিরা


তিনি বলেন, রাশিয়ায় ওই সৈনিককে যথাযথ কনস্যুলার সহায়তা প্রদান করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আমেরিকার কর্মকর্তারা বলছেন, রাশিয়ান ওই নারী দক্ষিণ কোরিয়ায় থাকতেন। তবে কয়েক মাস আগে ব্ল্যাক ও তার মধ্যে ঘরোয়া কারণে ঝগড়া-বিবাদ হয়। এরপর ওই নারী দক্ষিণ কোরিয়া ছেড়ে নিজ দেশ রাশিয়া চলে যান। তবে নিজ থেকে দেশে এসেছেন না কি জোর করে পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়।

তারা বলছেন, ব্ল্যাক তার সেনা ইউনিটকে না বলেই রাশিয়ায় গেছেন। সেখানে যাওয়ার অনুমতি ছিল না তার। তবে তিনি ছুটিতে ছিলেন। ছুটি শেষে তার ফোর্ট কাভাজোসে যোগ দেওয়ার কথা ছিল। রাশিয়ায় মার্কিন সেনাদের সফরের ওপর নিষেধাজ্ঞা আছে কি না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলে না আমেরিকা। তবে মার্কিন নাগরিকদের দেশটিতে না যেতে কড়াভাবে উপদেশ দিয়ে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

সূত্র: এপি

এইচআ/ 

গ্রেফতার মার্কিন সেনা

খবরটি শেয়ার করুন