শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

ব্যারিকেড ভেঙে মঞ্চে দর্শক, বন্ধ কৈলাস খেরের কনসার্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে গুরুতর নিরাপত্তা বিঘ্নের মুখে পড়ে মাঝপথে কনসার্ট বন্ধ করে দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাস খের। উন্মত্ত দর্শকদের ব্যারিকেড ভেঙে মঞ্চের সামনে চলে আসার ঘটনায় শিল্পী ও তার টিমের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস। 

অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কনসার্ট চলাকালীন হঠাৎ একদল দর্শক নিরাপত্তা বলয় ভেঙে মঞ্চের সামনে অবস্থান নেয়। তাদের অনুসরণ করে আরও দর্শক সামনে এগিয়ে এলে মঞ্চ ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দর্শকদের একাংশ শিল্পীকে কাছ থেকে ভিডিও করার চেষ্টা করে এবং কেউ কেউ শারীরিকভাবে কাছে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাকর্মীদের বারবার অনুরোধ উপেক্ষা করে দর্শকরা মঞ্চের সামনে ভিড় জমাতে থাকে। এই অবস্থায় মঞ্চ থেকেই দর্শকদের উদ্দেশে সতর্কবার্তা দেন কৈলাস খের। তিনি জানান, শিল্পী ও বাদ্যযন্ত্রের নিরাপত্তা বিঘ্নিত হলে অনুষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি উন্মত্ত আচরণের নিন্দা করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান। পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেন শিল্পী। তিনি তার পুরো টিমসহ মঞ্চ ত্যাগ করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনাকে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে বড় পরিসরের জনসমাগমে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

জে.এস/

কণ্ঠশিল্পী কৈলাস খের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250