শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি *** ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস করল বিবিসি’

তিন মাস পর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বন্ধের পর আজ রোববার (২৪শে নভেম্বর) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) এর প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হবে। 

শনিবার (২৩শে নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকালে জরুরি এক সভায় চাঁবিপ্রবির উপাচার্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের পর শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় রোববার শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে, যা সত্যিই আমাকে আশান্বিত করে।

তিনি বলেন, জনবল সংকটসহ সব সমস্যার মোকাবিলা করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এবং প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। 

চাঁবিপ্রবির আইসিটি, সিএসই ও ব্যবসায় প্রশাসন এই তিন বিভাগের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সকাল ৮টায় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু হবে।

আরো পড়ুন : সিটি কলেজ আরও ২ দিন বন্ধ ঘোষণা

গত ১৭ই নভেম্বর চাঁবিপ্রবি প্রশাসন ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণ করলেও, দুজন শিক্ষকের অব্যাহতিজনিত সমস্যা অর্থাৎ শিক্ষক সংকট, জনবল সংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে ক্লাস শুরু করতে কিছুটা বিলম্ব হয়।

চাঁবিপ্রবির বর্তমান প্রশাসন উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর নেতৃত্বে গত ১৯ ও ২০শে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বসেন। সেখানে দুজন শিক্ষকের অব্যাহতিজনিত সমস্যার সমাধান, জনবল সংকট, স্থায়ী ক্যাম্পাসসহ সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। দুজন শিক্ষকের অব্যাহতির বিষয়টি ইউজিসিতে তদন্তনাধীন রয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবেন। 

গত ৯ই নভেম্বর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেন। 

এস/ আই.কে.জে/       

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250