ছবি: সংগৃহীত
একসময় বলিউডের সব বড় উৎসবের কেন্দ্রবিন্দু ছিল শাহরুখ খানের মুম্বাইয়ে প্রাসাদবহুল বাংলো মান্নাত। কিন্তু করোনা মহামারীর পর এবং মাদক মামলায় ছেলে আরিয়ান খানের নাম জড়ানোর পর তা অনেকটাই কমিয়ে দিয়েছেন কিং খান।
এবার প্রশ্ন উঠেছে, ২০২৫ সালে কি নিজের বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করবেন তিনি? সম্প্রতি এই চর্চা বেশি হওয়ার কারণ, মাসখানেক আগেই সপরিবারে মান্নাত ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছেন শাহরুখ। কারণ, বর্তমানে মান্নাতের সংস্কারের কাজ চলছে।
নতুন যে বাড়িতে শাহরুখ থাকছেন, সেটিও কম বড় নয়। মুম্বাইয়ের পালি হিলে একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন, যা প্রতি মাসে ২৪ লাখ রুপিতে তিনি ভাড়া নিয়েছেন। মান্নাতের ক্ষেত্রফল যেখানে ২৭০০০ বর্গফুট, সেখানে পালি হিলে তার নতুন ঠিকানা ১০,৫০০ বর্গফুটের মধ্যে বিস্তৃত।
এইচটি সিটি-র প্রতিবেদন অনুসারে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি নিশ্চিত করেছেন যে, তিনি এই বছরও কোনো পার্টির আয়োজন করবেন না।
এবারে বলিউডে আরও বেশ কয়েকটি দীপাবলি পার্টি বাতিল করা হয়েছে। যার মধ্যে অন্যতম আয়ুষ্মান খুরানা এবং স্ত্রী তাহিরা কাশ্যপ খুরানা আয়োজিত পার্টিটি।
একটি সূত্র এইচটি সিটিকে নিশ্চিত করেছে যে, আয়ুষ্মানের প্রথম দীপাবলি মুক্তিপ্রাপ্ত সিনেমা থাম্মায় তার সমস্ত মনোযোগ থাকায় পার্টি হচ্ছে না।
এদিকে সিরিয়ালের দুনিয়ার রানি, প্রযোজক একতা কাপুরও এবার জনিয়েছেন যে কোনো দীপাবলি পার্টি হচ্ছে না। তবে এর কারণ নিয়ে মুখ খোলেননি।
কাজের সূত্রে, শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে 'কিং' ছবিতে। এটাই হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানার বড় পর্দায় প্রথম কাজ।
জে.এস/
খবরটি শেয়ার করুন