সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কালারফুল মিষ্টি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালিআনায় খাবারের শেষপাতে মিষ্টি না হলে যেন ভোজনই পরিপূর্ণ  হয় না। মিষ্টি মিশে আছে বাঙালির হৃদয়জুড়ে। যা খেতে পছন্দ করেন কমবেশি সবাই। বিভিন্ন ধরনের মিষ্টির মধ্যে রং-বেরঙের দানাদার মিষ্টিও বেশ অন্যতম। ছোট-বড় সবাই এই মিষ্টি খেতে পছন্দ করেন।

খুব সহজেই মাত্র ৫টি উপকরণে ঘরেই তৈরি করতে পারবেন এই মিষ্টি। চলুন তবে জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে তৈরি করবেন  রং-বেরঙের দানাদার মিষ্টি। জেনে নিন রেসিপি-

আরো পড়ুন : ছোলার ডালের হালুয়া তৈরির রেসিপি

উপকরণ

১. দুধের ছানা দেড় কাপ

২. চিনি ১ কাপ

৩. সুজি ১ চা চামচ

৪. ময়দা ১ চা চামচ ও

৫. ফুড কালার সামান্য।

পদ্ধতি

প্রথমে ছানার সঙ্গে ১ চা চামচ চিনি, সুজি ও ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর ছানা ট্রে বা প্লেটে নিয়ে হাতের তালু দিয়ে খুব ভালো ভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই কাজটি করতে হবে।

এভাবে ১৫-২০ মিনিট মাখিয়ে নেওয়ার পর ছানা নরম হয়ে আসলে তা ২-৩ ভাগে ভাগ করে নিন। এক ভাগ সাদা রাখুন অর্থাৎ ফুড কালার মেশাবেন না।

আর দুই ভাগের সঙ্গে পছন্দমতো দুই রঙের ফুড কালার মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। যাতে ফুড কালারটা ভালো ভাবে ছানার সঙ্গে মিশে যায়। এবার তিন রঙা ছানা দিয়েই ছোট ছোট মিষ্টি তৈরি করুন।

অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিন। এতে দেড় কাপ পানি ও এক কাপ চিনি মিশিয়ে জ্বাল। চিনি গলে পানি ফুটে উঠতেই এক চা চামচ লেবুর রস দিয়ে দিন।

এবার এই পাতলা সিরার মধ্যেই মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিন ৫ মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে চামচ দিয়ে মিষ্টিগুলো খুব সাবধানে নেড়ে দিতে হবে। চাইলে প্যানের হাতল ধরেও নাড়তে পারেন।

আবারও ঢেকে দিন। ১০ মিনিট জ্বাল দিলেই সিরা বেশ ঘন হবে আর মিষ্টিও সেদ্ধ হয়ে যাবে। তখনই চুলা থেকে নামিয়ে নিন মিষ্টিগুলো।

ঠান্ডা হতেই সিরা থেকে তুলে চিনির উপর গড়িয়ে নিন মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি এভাবে চিনির উপর গড়িয়ে প্লেটে করে রেখে দিন ১৫-২০মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে দানাদার মিষ্টি।

এস/ আই. কে. জে/

রেসিপি কালারফুল মিষ্টি

খবরটি শেয়ার করুন