ছবি : সংগৃহীত
গরম ও রোদ থেকে ত্বককে রক্ষা করে সানস্ক্রিন। কিন্তু এই সানস্ক্রিন কিনতে বাড়তি খরচ করতে চান না অনেকে। আপনি যদি ত্বকের ভালো চান, তবে সানস্ক্রিন লাগাতেই হবে। তবে এটি আপনি চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। কীভাবে বাড়িতে বানাবেন সানস্ক্রিন, রইল তারই সন্ধান।
সানস্ক্রিনে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়, যা আপনার ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। এগুলো ইউভিএ এবং ইউভিবি’র বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ ক্ষমতা। তাই তো সানস্ক্রিন নিয়মিত মাখলে সহজে ট্যান পড়ে না। আর রক্ষা পাবেন সানবার্ন থেকেও।
উপকরণ
সানস্ক্রিন বানানোর জন্যে আপনার প্রয়োজন হবে ১/৪ কাপ নারকেল তেল, ১/৪ কাপ শিয়া বাটার, ২ টেবিল চামচ জিংক অক্সাইড পাউডার, ১ টেবিল চামচ বিসওয়্যাক্স পেলেটস, ১ চা চামচ ক্যারট সিড অয়েল এবং ১০ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার কিংবা রোজ হলে বেশি ভালো)।
পদ্ধতি
প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিন। তাতে একে একে যোগ করুন নারকেল তেল, বিসওয়্যাক্স এবং শিয়া বাটার। তারপর প্রতিটি উপকরণ গলে মিশে গেলে আঁচ বন্ধ করে পাত্র নামিয়ে নিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হওয়ার পরে তাতে দিন জিংক অক্সাইড পাউডার। খেয়াল রাখবেন যেন কোনও দানা দানা ভাব মিশ্রণে না থাকে। এতে যোগ করুন ক্যারট সিড অয়েল এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল। প্রতিটি উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিলেই একটি ক্রিমি টেক্সচার তৈরি হবে।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন