ফাইল ছবি
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পরে ছাত্র-তরুণরা যেভাবে কার্যক্রম পরিচালনা করেছেন, তাতে তারা ভুল করেছেন। তার কারণেই দেশে একটি নির্বাচনবাদী বয়ান গড়ে উঠেছে। এই নির্বাচনবাদীরা আবারও সেই পুরনো কথাই বলছে—বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি ক্ষমতা লুটেরা-মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়।
তিনি বলছেন, তারা বলছে, একটি বৈধ ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন এবং আন্তর্জাতিক সমাজ তা স্বীকৃতি দিয়ে হাততালি দেবে। কিন্তু নির্বাচনের পরে ক্ষমতা তরুণদের থাকবে না; ক্ষমতা থাকবে ভারতের কাছে।
আজ শুক্রবার (৭ই নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আরও বক্তৃতা করেন কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম প্রমুখ।
ফরহাদ মজহার বলেন, সংবিধান তো কলোনিয়াল লোকজনই করেছেন—আমি আপনাকে শাসন করবো, তাই আমি আইন বানাবো। আর জনগণ যখন নিজেরাই নিজেদের শাসনের পদ্ধতি আবিষ্কার করে, এটাকে বলে গঠনতন্ত্র বা কনস্টিটিউশন। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রথম কাজ হচ্ছে এই ধরনের আলোচনাগুলো—আমরা কি ভুল করছি? আমরা ঠিক করব কি করা যাবে। সে ভুলের দায় নিতে হবে সকলকে।
তিনি বলেন, কিন্তু ভুল যে করেছি, এটা স্বীকার করতেই হবে—পাঁচ তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি, তাতে ভুল ছিল। তারা তার সঙ্গে জড়িত ছিলেন। কেন তার আগে কিছু ছাত্র যুক্ত ছিলেন, যারা আন্দোলনে ছিলেন না। পরবর্তীকালে যারা যারা আছেন, তারা কেন প্রতিবাদ করলেন না। কিন্তু আপনি সরে যাওয়ায় মূল জায়গা থেকে, স্বাভাবিকভাবেই এখানে একটা নির্বাচনবাদী বয়ান গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, এই নির্বাচনবাদীরা বলেন, বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে যদি লুটেরা-মাফিয়ার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়। একটা বৈধ ক্ষমতা দেওয়ার জন্য নির্বাচন হবে; আন্তর্জাতিক লোকজন হাততালি দেবে; কিন্তু ক্ষমতা আপনাদের থাকবে না—ক্ষমতা থাকবে ভারতের কাছে।
তিনি বলেন, নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা ভারতের কাছে থাকবে। সাংবাদিকেরা লিখে রাখুন—যেদিন আপনি নির্বাচন করবেন, ভারত তখন বিভিন্ন প্রকার হিসাব দেখে, ভিসা বন্ধ করাসহ নানা পদক্ষেপ পরবর্তীকালে নেবে। নিশ্চিত থাকুন।
খবরটি শেয়ার করুন