বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন সৈয়দা রিজওয়ানা *** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল

নির্বাচন আয়োজন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। খুলনায় প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি বলেছেন, নাগরিকদের আস্থা ফেরাতে সরকার ও নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

আজ বৃহস্পতিবার (২০শে নভেম্বর) খুলনার একটি অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ  সংসদ নির্বাচন সামনে রেখে জনসাধারণের মতামত, প্রত্যাশা এবং তা পূরণের উপায় নিয়ে এ সংলাপের আয়োজন করা হয়। সাতটি বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরেও একই ধরনের পরামর্শ সভা করছে প্ল্যাটফর্মটি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। নাগরিকদের কণ্ঠস্বর রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছানো জরুরি। তবে শুধু ইশতেহারে যুক্ত হলেই তা বাস্তবায়ন হয় না। সবারই নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।

চট্টগ্রাম বন্দর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বন্দর ব্যবস্থাপনাকে আরো উন্নত করতে হবে। এজন্য বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন হতে পারে। তবে সঠিক সংস্কার যদি ভুলভাবে করা হয়, তাহলে সংশ্লিষ্ট সংস্থা কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। বন্দর ব্যবস্থাপনায় যে অস্বচ্ছতা ও ধীরগতি দেখা যাচ্ছে, তার কারণে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, নানা পেশার মানুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা কর্মসংস্থান, উপকূলীয় মানুষের সুবিধা বৃদ্ধি, সুন্দরবন সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ নানা দাবি তুলে ধরেন। উপস্থিত প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মৌলিক সংস্কার ও সুশাসন নিশ্চিতে সরকারের কার্যকর ভূমিকার ওপর জোর দেন।

দেবপ্রিয় ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250