বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান

প্রেমিকাকে খুশি করতে পুরুষাঙ্গে এ কী করলেন যুবক!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পৃথিবীতে এমন অনেকে আছেন, যারা শরীরে উল্কি আঁকাতে কিংবা পিয়ার্সিং করতে পছন্দ করেন। কেউ দেখতে ভালো লাগবে বলে, তো কেউ আবার শখে এ কাজ করে থাকেন। অনেকে এমন রয়েছেন, যাদের সারা শরীর উল্কিতে ভরা। 

কেউ ঠোঁটে, তো কেউ আবার জিভে পিয়ার্সিং করান। কিন্তু কখনও শুনেছেন নিজের পুরুষাঙ্গে কেউ পিয়ার্সিং বা ফুটো করিয়ে তাতে পুঁতি বসিয়েছেন! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটিয়েছেন মেক্সিকোর এক যুবক। তাও আবার সঙ্গমের সময় নিজের পার্টনারকে খুশি করতে এ কাজ করেছেন তিনি। যা শুনে অবাক হয়েছেন অনেকে। খবর সংবাদ প্রতিদিনের।

জানা গেছে, মৌরিসিও ড্যানিয়েল গার্সিয়া নামে ওই যুবক নিজের শরীরে উল্কি আঁকাতে কিংবা পিয়ার্সিং করাতে খুব পছন্দ করেন। ১৮ বছর বয়স থেকে উল্কি আঁকিয়েছেন শরীরে। ১৫০রও বেশি উল্কি রয়েছে তার শরীরে। এছাড়া ১৯টি পিয়ার্সিং থেকে শুরু করে চোখেও ট্যাটু তার। 

এসবের পরও পুরুষাঙ্গে নতুন করে পিয়ার্সিং করালেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে বাংলাদেশি মুদ্রায় সাত লাখেরও বেশি টাকা এর পেছনে খরচ করে ফেলেছেন তিনি। এরপরও থেমে থাকেননি তিনি। 

ওই প্রতিবেদনে গার্সিয়াকে উদ্ধৃত করে জানানো হয়েছে, সঙ্গিনীকে সঙ্গমের সময় সুখ দিতেই তার এ ভাবনা। অপারেশনের মাধ্যমে এ পিয়ার্সিং করানো শুরু করেছিলেন তিনি। যা চলতি বছরের শুরুতে শেষ হয়। তারপর আবারও শিরোনামে উঠে আসেন গার্সিয়া।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ০.৮ সেন্টিমিটার আকারের পুঁতিগুলো সিলিকনের তৈরি। তবে এগুলো পুরুষাঙ্গে লাগাতে প্রথম দিকে বেশ কষ্টও সহ্য করতে হয়েছিল তাকে। কয়েক মাসে কাজটি সম্পূর্ণ হয়। 

এর জন্য অনেকে যে তাকে উদ্দেশ্য করে বাঁকা মন্তব্যও করেন, সে কথাও জানিয়েছেন গার্সিয়া। তবে তাতে তিনি কিছু মনে করেন না। উল্কি ও পিয়ার্সিং ভালোবাসেন বলেই করান। এমনটাই সাক্ষাৎকারে জানিয়েছেন।

এইচ.এস/

মেক্সিকো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন