প্রতীকী ছবি (সংগৃহীত)
কবিতা মানেই তুমি
—শাহিনুর রহমান
রাত্রি জেগে কবিতা লিখে ঘুমাবো যখন ভোরে,
বলবে তুমি উঠতেই হবে কানটি টেনে ধরে।
বলবো আমি কে সোনাচান জ্বালাতন করো ঘুমে!
মধুর পরশ গোল্লায় যাক অলস বাতাসের চুমে!
গাল ফুলিয়ে টোল বানিয়ে বলবে থুতনি ধরে,
“আমায় তুমি চিনবে কি আর কবিতাগুলোর ভীড়ে!”
চুপটি করে বলবো তখন আলতো মধুর ছলে,
কোথায় যেন মিলেছি দু’জন কোন জনমের কালে!
বলবো তোমায় ভুল করেছ আমায় ভালোবেসে,
মানুষ রেখে কবিতাগুলোর সতীন হলে শেষে!
বলবো শুনো মান করো না বিধাতার লিখন থুয়ে,
মান করিলে মান ভাঙাবো কবিতাখানি দিয়ে।
বলবে তুমি, “কে আপন-পর কবিতা নাকি আমি?”
একটু ভেবে বলবো আমি সে কথা কি আর জানি!
তুমি আমার হিরক তবু কবিতাখানিও দামী-
তোমার মাঝেই কবিতার বাস কবিতা মানেই তুমি।
এস/ আই.কে.জে/