রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

নারীর সমতার জন্য লড়াই করবেন অভিনেত্রী অনন্যা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনন্যা পান্ডে বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ান। শুধু নিজের জন্য নয়, তিনি প্রতিটি নারীর সমতার জন্য লড়াই করার ইচ্ছা প্রকাশ করেন।  

ঢালিউড থেকে বলিউড কিংবা হলিউড, অভিনেত্রীদের চেয়ে অভিনেতাদের পারিশ্রমিক বেশি। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিনেত্রীরা অস্বস্তি প্রকাশ করলেও আদতে কোনও লাভ হয়নি। অভিনেত্রীরা এটা মেনেই কাজ করেন। বলিউডের এই সময়ের অন্যতম তারকা অনন্যা পান্ডেও এর ব্যতিক্রম নন। যদিও সম্প্রতি এক সহঅভিনেতার পারিশ্রমিকের অংক শুনে চমকে গিয়েছিলেন অনন্যা। সম্প্রতি তিনি একটি সক্ষাৎকারে জানিয়েছেন এমন তথ্য।

অনন্যা বলেন, ‘আমি হতবাক হয়ে গিয়েছিলাম একজন পুরুষ সহকর্মীর পারিশ্রমিকের অংক শুনে।’ ইন্ডাস্ট্রিতে কীভাবে পারিশ্রমিক নিয়ে দ্বিচারিতা করা হয় এ বিষয়ে মতামত দেন এই বলিউড অভিনেত্রী।

অভিনেত্রী আরও বলেন, তিনি কখনোই কোনও কাজ করার সময় তার পুরুষ সহকর্মীর পারিশ্রমিক জিজ্ঞাসা করেননি। কিন্তু যখন টাকার পরিমাণ শোনেন তিনি সত্যিই হতবাক হয়ে গিয়েছিলেন। অনন্যা বলেন, ‘শুধু পুরুষ হওয়ার কারণে কেউ যদি আমার চেয়ে দামি গাড়ি পান, তবে বিষয়টি খুব সস্তা।’

বলিউড হাঙ্গামার সাথে এক সাক্ষাৎকারে অনন্যা মুম্বাই ইন্ডাস্ট্রির পারিশ্রমিক এবং শিল্পের অগ্রগতি সম্পর্কে কথা বলেন। অভিনেত্রী মনে করেন, এখন পারিশ্রমিকের ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা উদার হতে দেখা যায়। এমনকি সিনেমায় মেয়দের অনেক বেশি যুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। তিনি মনে করেন শিল্পটি অনেক দূর এগিয়েছে।

অনন্যা যদিও অভিনেতাদের পারিশ্রমিকের দিকে মনোযোগ দিচ্ছেন না। কিন্তু পারিশ্রমিকের তফাৎ তাকে ভাবিয়েছে এবং তিনি এর তীব্র বিরোধিতা করেছেন। তিনি মনে করেন, শুধু লিঙ্গ পার্থক্যের কারণে যদি বৈষম্য হয় অথবা অভিনেতারা বেশি সুযোগ-সুবিধা পান তাহলে সেটি মানা যায় না। 

আরও পড়ুন: শুধু পর্দায় নয়, বিয়ে বাড়িতেও নাচেন শাহরুখ!

অনন্যা উল্লেখ করেছেন, ‘যদি একজন অভিনেতাকে অভিজ্ঞতার কারণে একটি বড় রুম বা একটি ভালো গাড়ি দেওয়া হয়, তাহলে একজন অভিনেত্রীও সেই দাবি করতে পারেন এবং সেটি তার প্রাপ্য।’

উল্লেখ্য, ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অনন্যা পান্ডে অভিনীত ‘সিটি আর এল’। অনেকে  বলেছেন, অনন্যার ক্যারিয়ারের সেরা কাজ এটি। অনুরাগ কাশ্যপের মতো নির্মাতা এই অভিনেত্রীর অভিনয়ের প্রসংশা করেছেন।

সূত্র:পিঙ্কভিলা      

এসি/ আই.কে.জে/ 

অনন্যা অনন্যা পান্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন