শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার প্যালেস্টাইনকে স্বীকৃতি স্লোভেনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পর এবার এগিয়ে এল আরেক ইউরোপীয় দেশ স্লোভেনিয়া। রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে দেশটির পার্লামেন্টে একটি বিল (ডিক্রি) পাস হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ই জুন) এই বিল পাস হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক একটি গণমাধ্যম। 

এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনের আজকের স্বীকৃতি পশ্চিম তীর এবং গাজার প্যালেস্টাইনি জনগণের জন্য আশার সঞ্চার করেছে।’

সরকার–সমর্থিত বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের ৯০ সদস্যের মধ্যে ৫১ জন ভোট দেন। এর আগে ঘণ্টা ছয়েক বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়। তবে বিপক্ষে কেউই ভোট দেননি।

আরো পড়ুন: ভারতে সরকার গঠন এখন নির্ভর করছে নীতিশ-নাইডুর ওপর

ভোটাভুটির সময় স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী এক বক্তৃতায় প্যালেস্টাইনের সাথে তার দেশের তুলনা করেন। তিনি বলেন, “আমরা স্লোভেনীয়রা এক হাজার বছর ধরে এই অধিকারের স্বপ্ন দেখেছি এবং ৩৩ বছর আগে আমরা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত, প্যালেস্টাইনি জাতি এখনও এই অধিকার পায়নি।"

গত ২৮শে মে দেশটিকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও।

সূত্র: আল জাজিরা

এইচআ/  

প্যালেস্টাইন স্লোভেনিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন