রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কুমিল্লার কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। শেষ মুহূর্তে ঝড়-বৃষ্টিতে আক্রান্ত না হলে এবং বাজারে ধানের দাম ভালো পেলে মুনাফার সম্ভাবনা দেখছেন কৃষকরা।

এদিকে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে মাঠ থেকে ধান কেটে দ্রুত বাড়ি নিয়ে গিয়ে ঝারাই-মাড়াই করে ফসল ঘরে তুলতে রোদে পুড়ে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার বিভিন্ন উপজেলার কৃষকরা। 

জেলার বিভিন্ন উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ধান কাটা, আটি বাঁধা, বয়ে বাড়ি নিয়ে আসা, মাড়াই করে ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে চলেছেন তারা। ভোর থেকে রাত পর্যন্ত মাঠেই ব্যস্ত থাকছেন তারা।

জেলার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের কৃষক ওসমান মিয়া বলেন, এ মৌসুমে ৯ বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। ফলন বৃদ্ধিতে শুরু থেকেই কৃষি কর্মকর্তারা তাকে বিভিন্ন ধরনের পরামর্শসহ সহযোগিতা করেন। এ পর্যন্ত আগাম ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। বাকি ধান আগামী সপ্তাহে কাটা হবে। তিনি আরো বলেন, সার-সেচসহ অন্যান্য সুবিধা পাওয়ায় এ বছর তার জমিতে ফলন ভালো হয়েছে। উচ্চ ফলনশীল ধান আবাদ করায় প্রতি বিঘায় তিনি ১৮-১৯ মণ ধান পেয়েছেন। 

তবে এ মৌসুমে সার, বীজ, কী’টনাশক ও ডিজেলসহ সবকিছুই বেশি দামে কিনতে হওয়ায় আবাদে তার খরচ বেশি হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার জমিতে ভালো ধান হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে যদি ধান কাটা শেষ করতে পারলে লাভবান হওয়া যাবে।

আরো পড়ুন: অর্গানিক সবজি চাষে ভাসমান পদ্ধতি

জেলার আদর্শ সদর উপজেলার কৃষক মতিন ব্যপারী বলেন, সময় মতো পানি, বীজ, সার পাওয়ায় ও সঠিকভাবে জমির পরিচর্যা করায় ধানের ফলন ভালো ফলন হয়। ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে। ধান ব্যবসায়ী আবিদ আলী জানান, ১১শ টাকা মণ ধান বিক্রি হচ্ছে। তবে ধানের দাম আরো বাড়বে।

এ বিষয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন, এবার আবহাওয়া বোরো ধান চাষের উপযোগী ছিল। উপজেলায় এ পর্যন্ত ৩০% এরও বেশি ধান কর্তন হয়েছে। শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করি।

এসি/ আই.কে.জে/ 


বোরো ধান কুমিল্লার কৃষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন