শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে *** ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা *** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান

হজের নতুন দুই প্যাকেজ ঘোষণা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সোমবার (২৭শে মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদির স্থানীয় গণমাধ্যম। 

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা করা প্যাকেজ দুটির মধ্যে প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। 

এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা আল-তারবিয়ার দিন থেকে আরাফা, আল-নাহর ও আল-তাশরীক দিবসে মিনা, মুজদালিফা এবং আরাফাতের পবিত্র স্থানগুলোতে পরিবহনসহ অন্যান্য মৌলিক সেবা পাবেন। প্যাকেজটির দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায়  ৪ হাজার রিয়াল।

আরো পড়ুন: মসজিদে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করলো কুয়েত

প্যাকেজটিতে মিনায় হজযাত্রীদের থাকার ব্যবস্থা নেই। তবে হজের আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে হজের দিনগুলোতে হজযাত্রীদের মিনায় রাতের একটি অংশ থাকার জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে। পরিবহন মূল্য মক্কায় হজযাত্রীদের আবাসস্থলের উপর নির্ভর করে।

অন্য আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্যাকেজের দাম শুরু ১৩ হাজার রিয়াল থেকে।

এই প্যাকেজের আওতায় হজের দিনগুলোতে হজযাত্রীরা আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাতায়াত করতে পারবেন। এছাড়াও এতে বিভিন্ন ধরনের খাবার, ঠান্ডা এবং গরম পানীয় এবং আরাফাতে সুসজ্জিত ক্যাম্পের পাশাপাশি মুজদালিফাতে রাত্রিযাপনের সুযোগ সুবিধা রয়েছে।

উল্লেখ্য, সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 

এইচআ/  

হজ প্যাকেজ সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250